বিজেপির বঙ্গ ব্রিগেডের বিরুদ্ধে ভুয়ো খবরের জের, আইনি নোটিশ গেল সংশ্লিষ্ট নিউজ পোর্টালের দপ্তরে

২০ এপ্রিল একটি দৈনিক বাংলা নিউজ পোর্টালে একটি খবর পরিবেশিত হয় বঙ্গ বিজেপির বিরুদ্ধে। খবরটিতে বলা হয় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক(সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সহ উপর তোলার নেতারা ভয়ানক দুর্নীতির সঙ্গে যুক্ত। বলা হয় বিজেপির কেন্দ্রীয় দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দুঃস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রতি মন্ডল পিছু ৫ লক্ষ করে টাকা এবং ১০০ বস্তা করে চাল পাঠানো হয়। ওই নিউজ পোর্টালে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই সম্পূর্ণ টাকা এবং চাল আত্মসাৎ করেছে বিজেপির উপরতলার নেতা মন্ত্রীরা।

পশ্চিমবঙ্গে বিজেপির প্রায় ৭০০টি মন্ডল রয়েছে। সেই হিসেবে প্রায় ৫০০কোটি টাকা আত্মসাৎ করার মত গুরুতর অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।

এই ভুয়ো এবং ভিত্তিহীন খবর পরিবেশন করার অভিযোগের জবাব দিতে আইনি পথে এবার বঙ্গ বিজেপি। এই ভুয়ো খবরটি প্রকাশ্যে আসতে বঙ্গ বিজেপি এবং দিলীপ ঘোষের তরফ থেকে ওই নিউজ পোর্টালটির অফিসে একটি আইনি নোটিশ পাঠানো হয়।

ওই আইনি নোটিশে বলা হয়েছে সাংসদ- জননেতা শ্রী দিলীপ ঘোষ এবং বিজেপির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ওই ভুয়ো এবং ভিত্তিহীন খবরটি পরিবেশিত হয়েছে। নোটিশে আরও বলা হয় এরফলে মানুষের কাছে ভুল এবং মিথ্যা বার্তা পৌঁছাবে। কেবলমাত্র ওই নিউজ পোর্টালের ব্যাবসায়িক স্বার্থ চরিতার্থ করতে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই খবরটি প্রকাশ করা হয়। যা সম্পূর্ণভাবে অলীক এবং অবাস্তব।

ওই নোটিশে আরও বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম তাই তাদের অধিকার রয়েছে খবর পরিবেশন করার। কিন্তু ভিত্তিহীন এবং ভুয়ো খবর।

পরিবেশন করা সাংবাদিকতার নীতি বিরোধী। আর তাই ওই নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয় ভুয়ো খবরটিকে পোর্টাল থেকে সরিয়ে ফেলার কথাও বলা হয়েছে। অনাদায়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ সহ ভবিষ্যতে আদালতে ভুয়ো খবর পরিবেশনা এবং মানহানি সহ এক গুচ্ছ ধারায় মামলা রুজু করার কথাও বলা হয়েছে।

২৩/০৪/২০২০
রিপোর্ট – স্বাতী সেনাপতি
চিত্র সূত্র -গুগল, নিজস্ব