‘বারণ করলেও, ইচ্ছা করে শপিং মল,পার্টিতে যাচ্ছেন অনেকেই,’ করোনা-অসচেতনদের এক হাত নিলেন অক্ষয় কুমার!

মুম্বই: গোটা বিশ্বের মতো ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ২২১ ছাড়িয়েছে আজই। ৩২ বিদেশি বাদে, বাকি সবাই ভারতীয়। দেশে এই রোগে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫ জনের। শুধুমাত্র মহারাষ্ট্রে আক্রান্ত ৫২! উত্তরপ্রদেশে শুক্রবার বিকেল পর্যন্ত আক্রান্ত ২৩! তেলেঙ্গানা, রাজস্থান, দিল্লিতে আক্রান্ত ১৭ জন! দেশের ২০ রাজ্য আজ পর্যন্ত আক্রান্ত। দেশের এই পরিস্থিতিতে এখনও সচেতন না বহু মানুষ। অনেকের দাবি, এই অসচেতনতার ক্ষেত্র বহু শিক্ষিত মানুষের মধ্যেও দেখা যাচ্ছে। কেন্দ্র, রাজ্য সরকার বারবার সচেতন হতে বললেও, অনেকেই নজর দিচ্ছেন না বলে অভিযোগ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বাসিন্দা, গায়িকা কণিকা কাপুরের করোনা থাকা সত্বেও, তিনিও নাকি পার্টি করেছেন। সামগ্রিক এই পরিস্থিতিতে, এবার সরব হলেন অভিনেতা অক্ষয় কুমার। প্রশ্ন তুললেন, এই অসচেতন মানুষদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে।

অক্ষয় কুমারের ফেসবুক ভিডিও থেকে নেওয়া ছবি।

শুক্রবার, তাঁর, ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, ”বিমানবন্দরে কিছু মানুষ নামছেন, যাঁদের তুলনামূলক রিস্ক কম, তাঁদের কোয়ারেন্টাইনের জন্য, তাঁদের হাতে স্ট্যাম্প দিচ্ছে প্রশাসন। কিন্তু এটার পরেও অনেকেই বিয়ে বাড়ি, শপিং মল, অনুষ্ঠান বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। সামাজিক দুরত্ব বজায় রাখুন। ঘরে থাকুন।” অভিনেতা আরও বলেন, করোনা কাজ বন্ধ করেনি। সে গতি বাড়াচ্ছে। এটা একটা দৌড়, আমাদের সকলের ভালোর জন্য দৌড়, যা জিততে পারি আমরা। নিজেদের জন্য সকলের জন্য। হারলে সবাই একসঙ্গে হারব।” সাধারণ মানুষের উদ্দ্যেশে অভিনেতার বার্তা সতর্ক থাকুন, সচেতন থাকুন।

প্রসঙ্গত, বলিউড তারকারা ইতিমধ্যেই নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন। সম্প্র তি অমিতাভ বচ্চনের একটি ভিডিও প্রকাশিত হয়। তাই, এই পরিস্থিতিতে এইসমস্ত বিখ্যাত তরকাদের সচেতনতার বার্তা, ভালো প্রভাব ই ফেলবে জনমানসে, এমনই মনে করেন অনেকেই।

যদিও, এই পরিস্থিতিতে কিছু অংশের মানুষের সচেতন না হওয়া, ইতিমধ্যেই চিন্তার উদ্রেক করছে। ভারতের মতো ঘন জনবসতি পূর্ণ দেশে, এমন যদি আরও বাড়ে, তাতে ক্ষতির সম্ভাবনা অনেক, এমনই আশঙ্কা চিকিৎসকদের। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রীও এই প্রসঙ্গে উত্থাপন করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলছেন সতর্ক হতে। এখন ভীরিসা মানুষই, মত ওই মহলের।

এদিকে আজই মহারাষ্ট্রে সমস্ত জরুরি পরিসেবা বাদ দিয়ে, সবকিছু বন্ধ করতে নির্দেশ দিয়েছে সরকার। এরকম সিদ্ধান্ত নিতে পারে অনেক রাজ্যই। তবে পশ্চিমবঙ্গে আপাতত এইরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই জানা গিয়েছে।