বারংবার লকডাউন ভঙ্গ, গ্রেফতার ৭

কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে টানা ২১ দিন প্রথম লকডাউন ডাকা হয়। এই লকডাউনে নানারকম বিধিনিষেধ জারি করা হয়। বাড়ি থেকে বেরোনো বারণ, দোকানপাট বন্ধ, দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, ওষুধ কিনতে গেলে প্রেস্পকিপসন বানানো ইত্যাদি। সেই বিধিনিষেধ না মেনে যত্র তত্র দোকান খুলে গ্রেপ্তার হলেন সাতজন দোকানদার। সাধারণ ভাবেই মানুষ যত্র তত্র ঘুরে বেড়াচ্ছেন, মাস্ক ব্যবহার করছেন না, তাছাড়া দোকানপাট ও খোলা রয়েছে।এ নিয়েই অনেক সমস্যা তৈরি হয়েছে। যা নিয়ে বহুবার প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সমস্ত বিধিনিষেধকে তোয়াক্কা না করেই ধোসাহাট ও গোয়ালাবাজার এলাকার দোকানপাট সবই খোলা ছিল সারাদিন।

দোকানে ভিড় জমিয়েছে সাধারন মানুষ। এতে অন্য মানুষজন বাধা দিতে এলে বা বলতে এলে তাদেরকেও অপমান করা হয় ও হুমকিও দেওয়া বলে অভিযোগ। তাদের এই সমস্যার সমাধান এর জন্য জয়নগর থানার আই সি অতনু সাতরা পুলিশ পাঠান উক্ত স্থানে। পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় দোকানপাট, এবং পালানোর চেষ্টা করেন সকলেই। কিন্তু আচমকা হানার কারণে পালাতে পারেনি দোকানদাররা। আই সি জানান, “ধোসাহাট এর চারজন ও গোয়ালাবাজারে র তিনজন গ্রেফতার হয়েছেন।” এছাড়াও তিনি আরও বলেন, ওখানে ইলেকট্রনিক চা দোকান, সেলুন ইত্যাদি খোলা ছিল। কিছু ব্যবসায়ীর অসচেতনতার জন্য এমন ঘটছিল। ধৃতরা হলেন, নিরাপদ শিকারি, পিন্টু দাস, সিনটু রায়, জেহেন আলী হালদার, সোমনাথ আচার্য, বিশ্বনাথ ও গোকুল প্রামাণিক। এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। বারুইপুর পুলিশ সুপার বলেছেন, প্রয়োজনে ব্যাবস্থা নেওয়া হবে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে।আর সে নির্দেশ দেওয়া আছে জয়নগর থানার কাছে। ১২/০৪/২০২০ দক্ষিণ ২৪ পরগনা রিপোর্ট শিল্পা চ্যাটার্জী এডিটেড চিত্র সূত্র – নিজস্ব