কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বলেন, কথা দিলাম রাজনীতি করব না, কিন্তু তাঁরাও যেন রাজনীতি না করেন। এমনকি, ‘কত মরবে শকুনে’র মত বসে আছে বলেও তীব্র কটাক্ষ শানান রাজ্যের বিরোধীদের। এবার মমতা বন্দ্যোপাধ্যাযয়ের এই মন্তব্যের পর, বিস্ফোরক তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি টিকিয়াপাড়া কাণ্ডে, রাজ্য পুলিশ প্রশাসনের ব্যর্থতা নিয়েও তোপ দাগেন তিনি। বুধবার রাতের একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ”টিকিয়াপাড়াতে পুলিশকে তাড়া করল, এরপরে মানবে কেউ? পুলিশের মনোবল থাকবে? গাড়ি ভাঙছে, থানায় আক্রমন হচ্ছে।” তিনি আরও বলেন, ”পুলিশের দৌঁড় আমরা দেখে নিলাম। লেজ তুলে দৌঁড় মেরেছে দিদির পুলিশ, যে পুলিশ বিষ্ণুপুরে মারল, বাদুড়িয়াতে মহিলাদের পেটানো হচ্ছে, আর তাঁরাই টিকিয়াপাড়াতে লেজ গুটিয়ে দৌঁড় মারল! মুখ্যমন্ত্রীকে গাড়ি নিয়ে যেতে হয়েছে, মার্চ-পাস্ট করা হচ্ছে, মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য কোথায় কোথায় যাবেন আর!”
এদিকে মুখ্যমন্ত্রীর তোলা ‘রাজনীতি করা’র অভিযোগের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ”নবান্ন বোধহয় টিএমসি পার্টি অফিস, কেবল রাজনৈতিক কথা বলার জন্য নবান্নকে ব্যবহার করা হচ্ছে।” দিলীপের কটাক্ষ, গত একমাস ধরে ”রাজনীতি তো উনি (মমতা) একাই করছেন, রাজনীতি করা, ছবি তোলা।”
বিজেপির বঙ্গ-সভাপতির দাবি, রাজ্যের রেশনব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এমনকি রোগীরা বেড পাচ্ছেন না, ফিরে আসছেন। তাঁর অভিযোগ, অনেক রোগীর পরিজনেরা জানেনই না, তাঁর পরিবারের সদস্য কোথায়, এমনকি মারা গেলেও বডিও দেখতে পাচ্ছেন না। স্বাস্থ্যকর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা এবং তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ”মুখ্যমন্ত্রী রাস্তায় রোদ্দুরে চাল বিতরণ করলেন, দেখালেন, রাজ্যে রেশন নেই, বেরোলেই লাঠিপেটা।” তিনি প্রশ্ন তোলেন,”কেন্দ্র চাল-ডাল দিচ্ছে, কেন দেওয়া হচ্ছে না? পেছনের দরজা দিয়ে পার্টি অফিসে যাবে বলে?” এই অভিযোগের পাশাপাশি তাঁর দাবি, বিজেপির সাংসদদের ত্রাণ বিলি করতে দিচ্ছে না প্রশাসন, তাঁদের বাড়ির সামনে পুলিশ দেওয়া হচ্ছে। এমনকি তিনি জানান, বিজেপি নেতা সব্যসাচী দত্তের বাড়ির সামনেও পুলিশ দেওয়া হয়েছে। বিরোধী এই নেতার আরও অভিযোগ, জেলাতেই সহযোগিতামূলক আচরণ করা হচ্ছে না। ‘দিশা’ কমিটির কাজ এই রাজ্যে বন্ধ বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। এমনকি সংবাদমাধ্যমের কাজের স্বাধীনতা নিয়েও অভিযোগ করেন তিনি। দিলীপের অভিযোগ, ”মুখ্যমন্ত্রী বলছেন করোনা মৃত্যুর অডিট কমিটি কে বানাচ্ছেন তিনি জানেন না, তাহলে সরকার কী ভূতে চালাচ্ছে?” তাঁর কটাক্ষ, তৃনমূল নেতারা শৌচকর্ম করতেও মুখ্যমন্ত্রীর অনুমতি নেন, সেখানে তিনি এটা জানেন না? রাজ্যের ‘প্রচেষ্টা’ প্রকল্প নিয়েও সরকারের ‘ব্যর্থতা’র দিকে আঙুল তোলেন দিলীপ। বলেন,”মুরোদ নেই লোককে টাকা দেওয়ার, পার্টির লোকের পেট চলে যাচ্ছে, রাজনীতি করার জন্য লোক ঠকানোর জন্য।” জুটমিলের কাজ বন্ধ কেন, তা নিয়েও তোপ দাগেন দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেইভাবে জবাব অথবা আমল দেননি শাসক দলের নেতারা।
________________________
৩০.০৪.২০২০
কলকাতা
________________________
এডিটেড