বসন্তোৎসব হবে পৌষমেলার মাঠে

রমা বসাক, কলকাতা: বসন্তোৎসব বলতেই যে নামটি সবার আগে মাথায় আসে তা হল শান্তিনিকেতন। কিন্তু এই উৎসব নিয়ে এক অনিশ্চয়তা চলছিল। অবশেষে বসন্ত উৎসব হতে চলেছে দোলের দিনই। তবে উৎসব হবে এবার পৌষমেলার মাঠে। মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান। এছাড়া জেলা প্রশাসনের তরফে সমস্ত খরচ বহনের আশ্বাস দেওয়া হয়েছে। বসন্ত উৎসবের সাংস্কৃতিক দিকটি শুধু দেখবে বিশ্বভারতী।

বসন্ত উৎসব নিয়ে মঙ্গলবার বিশ্বভারতী কর্তৃপক্ষ বৈঠকে বসে জেলা প্রশাসনের সঙ্গে।এই বৈঠক চলে প্রায় ৩ ঘন্টা। বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী,ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়,জেলাশাসক মৌমিতা গোদারা, জেলা পুলিশ সুপার শ্যাম সিং-সহ আরও কয়েকজন। গত বছরের লোক সমাগমের কথা মাথায় রেখে বিশ্বভারতী কর্তৃপক্ষ সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। ফলস্বরূপ জেলাপ্রশাসন পুলিশি নজরদারির ব্যবস্থা করবেন। গত বছর প্রায় ২ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। অনুষ্ঠান শেষে মানুষজন রাস্তায় জনজোয়ারে আটকে পড়েন। তাই এবার বসন্ত উৎসব আশ্রম মাঠ থেকে সরিয়ে পৌষমেলার মাঠে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিকাঠামোগত সাহায্যও তারা দেবে। এছাড়া অনুষ্ঠানের যথাযথ ব্যবস্থাও তারা করবে।

তারিখঃ ১৭.২.২০১৯

ছবি সৌজন্যেঃগুগল