বন্ধ হল আরও একটি লীগ

ক্রিকেট প্রেমীদের জন্য এবছর মোটেই সুখকর নয়। করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল দেশজুড়ে করোনার এই পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত টুর্নামেন্ট| আগামী দিনের পরিস্থিতি লক্ষ্য করেই আলোচনা করা হবে যদি সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইপিএল করা সম্ভব হয়, বুধবার সকালে আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিকে এমনটাই জানিয়েছে বিসিসিআই সংস্থা| প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ| বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারই নেওয়া হবে | আজ আইপিএল কমিটির বৈঠকের পর নয়া সিদ্ধান্ত জানান টুর্নামেন্ট সিইও| কোভিড-১৯ সংক্রমণের হার পুরোপুরি কমলে চলতি বছরের শেষে টুর্নামেন্ট নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে বিসিসিআই| ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবী, এ বছর আইপিএল না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে বিশাল বড় ধাক্কা হতে চলেছে| স্পনসর ও স্পোর্টস চ্যানেল সংক্রান্ত টিভি চ্যানেলগুলি বিশাল আর্থিক সংকটের মুখে পড়তে পারে| উল্লেখ্য, গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রকোপে বাতিল বহু আন্তর্জাতিক টুর্নামেন্ট সহ দেশীয় টুর্নামেন্ট| ফলত উইম্বলডনের মতো টুর্নামেন্ট ও বাতিল করা হয়েছে| ১৬/০৪/২০২০ রিপোর্ট – রুমকি সরকার চিত্র সূত্র – গুগল