ফের শিরোনামে উন্নাও! শিশুকে ধর্ষনের পর শ্বাসরোধ করে মারার চেষ্টার অভিযোগ।

উন্নাও: ফের শিরোনামে উত্তরপ্রদেশ। শিরোনামে উন্নাও! নৃশংস ধর্ষণ, পরবর্তীতে নির্যাতিতার পিতার মৃত্যু, তারপর নির্যাতিতার মৃত্যু, অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের শাস্তির দাবিতেও উত্তাল হয়েছিল দেশ। কুখ্যাত হয়েছিল উন্নাও, সেই জেলাতেই ফের অভিযোগ উঠল ধর্ষনের। শিশুকে ধর্ষণ করে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এবার।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের উন্নাও জেলার বিহার অঞ্চলের একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুর বাবা তাঁদের জানান, নির্যাতিতা ওই শিশু কন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। অবশেষে ১০ তারিখ, গ্রামের এক বাসিন্দা জানান, তাঁর কন্যা পার্শ্ববর্তী মাঠে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তারপর কন্যাকে দেখে, তাঁদের সন্দেহ হয়, শিশুর ধর্ষণ এবং শ্বাসরোধ করা হয়েছে বলে।

উন্নাও জেলার পুলিশ সুপার ভিক্রন্ত ভীর সংবাদমাধ্যমে জানান, তৎক্ষণাৎ খবর পেয়েই স্পটে পৌঁছে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে পাঠানো হয় ওই শিশুকে। যদিও, পরে কানপুরের হেইলট হাসপাতালে স্থানন্তরিত করা হয় ওই নির্যাতিতাকে।

ঘটনায়, চার সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে স্থানীয় পুলিশ-প্রশাসন। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে, ধর্ষণ, খুনের চেষ্টা এবং ‘পস্কো’ আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিকে, এখনও চিকিৎসা চলছে নির্যাতিতা শিশুর।

যদিও, বারবার যোগীর রাজ্যে ধর্ষনের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। নারী নির্যাতনের বিরুদ্ধে যোগী সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না, তা নিয়েও উঠছে প্রশ্ন। ২৩ বছরের এক নির্যাতিতার করুণ পরিণতির পরেও, কেন একই জেলায় একই ঘটনা বারবার ঘটে চলেছে, তা নিয়ে সরব একাংশ।

১২.০৩.২০২০

প্রতীকী চিত্র