ফের কলকাতার মসনদে, ফিরহাদ হাকিম। আইনে বাধা না থাকলেও প্রশ্ন বিরোধীদের।

১৯৮৫ এর পর আবার ২০২০ তে আবার সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী জনগন। আজ ৬ মে রাজ্যপালের নির্দেশে কলকাতা করপোরেশনে, সাময়িক পুর-বোর্ড গঠন করা হলো।

প্রসঙ্গত, গত ২৭ সে এপ্রিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যপালের কাছে দাবি জানান পুরভোট এখন স্থগিত করে পদের মেয়াদ বৃদ্ধির। তিনি তখন এ কথা স্পষ্ট করেন, ” অন্যান্য জেলায় নগরপালিকা আইন অনুযায়ী শাসক শ্রেণীর বসা নিয়ে মতামত সুস্পষ্ট , কিন্তু করোনার বৃদ্ধির কথা মাথায় রেখেই মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছি সংবিধান বিশেষজ্ঞ ও আইন দপ্তর এর কাছে।”

তারই প্রেক্ষিতে রাজ্যপালকে ৭ মে’র মধ্যে সিদ্ধান্ত জানাতে হত। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫, মহামারীজনিত রোগ আইন, ১৮৯ কোভিড -১৯ প্রবিধান আইন এবং উক্ত আইনের ৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতার প্রয়োগে রাজ্যপাল কর্তৃক প্রদত্ত রাষ্ট্রের কার্যনির্বাহী ক্ষমতা বর্তিত হয়ে থাকে।

তিনি অবশেষে আজ ঘোষণা করেন ৬৩৪ নং অনুচ্ছেদ অনুযায়ী, ভোট প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং একটি পুর বোর্ড গঠন করা হল যা ৮ মে থেকে কার্যকর হবে এবং করপোরেশন এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। কারণ কাল অর্থাৎ ৭ ই মে পুর বোর্ড এর মেয়াদ শেষ।

এছাড়াও জানানো হয়েছে যে পৌরসভার সদস্যের ওপর সমস্ত দায়িত্ব ভার দেওয়া হবে এবং ফিরহাদ হাকিম, অতীন কুমার ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশীষ কুমার, মনজার ইকবাল, শামসুজ্জামান আনসারী, তারক সিং, শ্রীমতি। ইন্দ্রাণী সাহা ব্যানার্জি, শ্রী স্বপন সমাদ্দার, আমিরউদ্দিন (ববি), রতন দে, রাম পাইরে রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশ্বানর চ্যাটার্জী সহ প্রমুখ ব্যাক্তিরা বোর্ডের সদস্য হবেন।

ফিরহাদ হাকিমকে এখানে বোর্ডের সভাপতির পদে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত কর্পোরেশনের পৌর কমিশনার এবং বোর্ড কর্তৃক নিযুক্ত হওয়া এইরূপ ব্যক্তি বা ব্যক্তি বোর্ডের কার্য সম্পাদনে বোর্ডকে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের নির্দেশে প্রধান সচিব এমনটাই জানিয়েছেন।

০৬.০৫.২০২০
কলকাতা
রিপোর্ট: শিল্পা চ্যাটার্জী