ভাঙর: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক প্রসূতি করোনা আক্রান্ত হয়েছিলেন। শোনা যায়, তাঁর সংস্পর্শে এসে আক্রান্ত হন ওই হাসপাতালের কয়েকজন নার্স। এবার, করোনার সংক্রমণ দেখা দিল দক্ষিণ ২৪ পরগণার, ভাঙড় ২ ব্লকে। আক্রান্ত হলেন এক প্রসূতি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সন্তান প্রসবের জন্য শিয়ালদ-এ নীল রতন সরকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি । সেই সময় হাসপাতালের ওই বিভাগের আরও সাতজনের সঙ্গে তাঁর করোনা পরীক্ষা করা হলে, পজ়িটিভ রিপোর্ট আসে বলে প্রশাসন সূত্রে খবর।
হাসপাতাল থেকে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে আক্রান্তের শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঘটনার পর রবিবার সকাল থেকেই এলাকায় পুলিশ এবং প্রশাসনের তৎপরতা বেড়েছে । আক্রান্তের বাড়ি থেকে কমপক্ষে ১৫ মিটার পর্যন্ত এলাকাকে রেড জ়োন করা হয়েছে। ব্যারিকেড করে এলাকা সিল করার পাশাপাশি আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করেছে ভাঙড় ২ ব্লক প্রশাসন।
০৪.০৫.২০২০
দক্ষিণ ২৪ পরগণা
ভাঙর