প্রায় ১ মাস ধরে নজরবন্দি রেখেছে পুলিশ, অভিযোগ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদের।

অতি সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। যাতে তাঁকে অভিযোগ করতে শোনা যায়, গত ২৮ দিন ধরে রাজ্য পুলিশের নজরবন্দি তিনি। এছাড়াও ভিডিওটিতে তাঁকে ভিনরাজ্য থেকে বাংলার শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রশাসনের উদাসীনতা নিয়ে সরব হতেও দেখা যায়।

এই ব্যাপারে খবরওয়ালা টিভির পক্ষ থেকে টেলিফোনের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ এবং হতাশার সঙ্গে জানান, তিনি দাবি করেন, তাঁর জেলা, আলিপুরদুয়ারের পুলিশ প্রশাসন তাঁকে বিনা কারণে কার্যত গৃহবন্দি করে রেখেছে। তাঁর অভিযোগ, তিনি কোথাও গেলেও পুলিশের গাড়ি তাঁকে অনুসরণ করছে। তিনি অভিযোগ জানান, পুলিশের কাছে কোনও বৈধ কাগজ পত্র কিংবা অফিসিয়াল নথি না থাকা সত্ত্বেও তাঁকে এভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভিনরাজ্যে আটকে রয়েছে বাংলার শ্রমিকরা। তামিলনাড়ু, দিল্লী, মুম্বাই, ত্রিপুরা, ওড়িশা সহ একাধিক রাজ্যে আটকে রয়েছে

বাংলার বহু শ্রমিক। এমনকি কলকাতাতেও বহু অলিপুরদুয়ারের শ্রমিক আটকে রয়েছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার তাঁদের ফেরানোর

জন্যে রেল ভাড়ার ৮৫% টাকা দিতে রাজি হলেও পশ্চিমবঙ্গ প্রশাসন এ ব্যাপারে একেবারেই উদাসীন। এই নিয়ে সরব হন তিনি। তিনি বলেন, ভিন রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানকার প্রশাসন জানায়, শ্রমিকদের ফেরাতে কোনও আপত্তি নেই সংশ্লিষ্ট রাজ্যগুলির। তবে জন বা দাবি, কোনও অজ্ঞাত কারণে বাংলার প্রশাসন এ ব্যাপারে উদ্যোগী হচ্ছেনা।

তিনি কোটা থেকে পড়ুয়াদের ফেরত আনার কথা উল্লেখ করে বলেন, রাজ্য সরকার কোটা থেকে পড়ুয়াদের এবং কেরালা থেকে কিছু সংখ্যক শ্রমিকদের ফিরিয়ে নিয়ে এসে প্রচার করছেন।

কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি হেল্প লাইন নাম্বার চালু করেছেন যেখানে অসহায় শ্রমিক পরিবার ফোন করে বাড়ি ফিরে আসার আর্জি জানাচ্ছে। তাঁদের রেশন শেষ হয়ে আসছে। বাড়ির মালিক ভাড়া চাইছে, কেউ কেউ বের করে দিচ্ছে বাড়ি থেকে। এমত অবস্থায় খুবই সঙ্গীন দিন কাটাচ্ছেন ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা।

তিনি বলেন, এই সময়টা কেন্দ্র রাজ্য হাতে হাত মিলিয়ে চলা উচিত। এই সময়টা রাজনীতি করার নয়, সময়টা একসঙ্গে করোনা মোকাবিলা করার।

______________________________________

০৯.০৫.২০২০
আলিপুরদুয়ার