“যাঁরা হাটে যাচ্ছেন, বাজার করছেন, রাস্তায় থাকছেন, আড্ডা দিচ্ছেন, দয়া করে ভিড় করবেন না। আগামী দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ। নিজেদের স্বার্থে এড়িয়ে চলুন।… স্টেজ থ্রির দিকে নিয়ে যাবেন না। গোষ্ঠীতে ছড়িয়ে পড়লে, আমাদের হাতে সবটা নেই। আড্ডা দেওয়ার অনেক সময় আছে। আপনারা, সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন, টিআরপি বাড়ানোর চেষ্টা করবেন না!”– বুধবার বিকেলের নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে বারবার এমনই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন নিজের উদাহরণ। বললেন, ”দরকারে সেদ্ধ ভাত খান। আমি কী খায়! আমাকে দেখার কেউ নেই। আসতে বারণ করেছি। মুড়ি খাই। খুব বেশি হলে, এক চামচ ভাত। একটু ডাল সেদ্ধ! এত বিলাসিতার কী আছে!”
তিনি আরও বলেন, এরাজ্যে জরুরি দ্রব্যের কোনও অভাব নেই, তাইবলে একসঙ্গে ১০০ জন ভিড় করবেন তা নয়, রেশন দোকান খোলা সবাই পাবেন। এমনও জানান মুখ্যমন্ত্রী। এবং আগামীকালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে (ভিডিও কনফারেন্সে) তিনি থাকতে না পারলেও, রাজ্যের মুখ্যসচিব উপস্থিত থাকবেন
বলে জানান তিনি।
এদিকে, রেশনে হুড়োহুড়ি শুরু হয়েছে রাজ্যের অনেক জায়গায়। বহু বাজারে ভিড়, ঠেলাঠেলি, চলছে বিকিকিনি। এমনকি উপচে পড়ছে ভিড়। রেশন
নিতেও ভিড় জমছে বহু জায়গায়। আমডাঙার গাঁধামারা হাট থেকে চম্পাহাটির রেশন দোকান, ভিড়ে জেরবার রাজ্য। আশংকা বাড়ছে চিকিৎসকদেরও।
প্রসঙ্গত, রাজ্যের তরফে, ৪২, ২৯৬ টি মাস্ক, প্রায় ১ লক্ষ ১১ হাজারের বেশি মাস্ক দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে দেশে করোনা আক্রান্ত কমপক্ষে ১৮০০! কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। সবচয়ে প্রথম মহারাষ্ট্র! বিশ্বে মৃত্যু বেড়ে এখনও পর্যন্ত হয়েছে ৪২,১০৭ জন। চিনকে ছাড়িয়েছে আমেরিকাও। সেখানে মৃত্যু প্রায় ৪ হাজারের।
০১.০৪.২০২০
কলকাতা