প্রবাসে কী সুরক্ষিত ভারতীয়রা?

পড়াশোনা,চাকরির সূত্রে বহু ভারতবাসী বিদেশে থাকেন,কিন্তু করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমেরিকা,ইতালি,স্পেন। করোনার প্রকোপে এই দেশগুলিতে বহু মানুষের প্রাণ সংশয়ে। এখনও পর্যন্ত আমেরিকা কোভিড-১৯য়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। ৫লক্ষ মানুষ আক্রান্ত,প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন।এর মধ্যে ৪০ জনের বেশী প্রবাসী ভারতীয় কোভিড-১৯য়ে প্রাণ হারিয়েছেন। প্রায় ১৫০০ জনের কোভিড-১৯ য়ে আক্রান্ত। আমেরিকার ভারতীয় সংগঠন থেকে জানানো হয়েছিল দুদিন আগে ১১জন প্রবাসী মারা গেছে নভেল করোনাতে কিন্তু গত শনিবার সংখ্যাটা বেড়ে গিয়ে হয় ৪০।ক্রমশ কোভিড ১৯এর হটস্পট হয়ে উঠেছে মার্কিন মুলুকের বহু রাজ্য।আমেরিকার এক তথ্যসূত্র অনুযায়ী ১দিনে মৃতের সংখ্যা প্রায় দুই’ হাজারেরও বেশী।কোভিড-১৯ য়ে আক্রান্ত পাঁচ লক্ষের বেশী। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লক্ষের বেশী ভারতীয় কর্মসূত্রে,ব্যক্তিগত, পড়াশোনা সূত্রে বসবাস করেন।মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কের মানুষ সবচেয়ে বেশী বিপদগ্রস্ত। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৯৪ হাজারের বেশী,ও মৃতের সংখ্যা ৬ হাজার।এর মধ্যে ১৫জন ভারতীয়র মৃত্যু।মেক্সিকোতে প্রায় ২লক্ষ ভারতীয়ের বসবাস। সেখানেও ১৫জন ভারতীয় নভেল করোনাতে আক্রান্ত।টেক্সাস,ক্যালিফোর্নিয়া, নিউ জার্সিতে বহু ভারতীয় করোনার প্রকোপে। জার্সিতে প্রায় ৪০০ জন পরিবারের করোনায় আক্রান্ত। নিউইয়র্কে ১০০০ এর চেয়ে বেশী।দিনে দিনে আমেরিকার প্রবাসীর কাছে এই করোনা অভিশাপে পরিণত হয়েছে। ১২/০৪/২০২০ কলকাতা রিপোর্ট – অর্পিতা বসু এডিটেড