পাঠকের কলমে: ‘সন্ন্যাস নিয়েছে তিলোত্তমা’- সুচন্দ্রা ভট্টাচার্য লিখলেন, #করোনা কথা

সুচন্দ্রা ভট্টাচার্য

শহরবাসী

নাগরিক অবাক আজ আমার কলকাতাকে দেখে তিলোত্তমার রাজবেশ ঢেকেছে সন্ন্যাসে

স্তব্ধ অলিগলি ,শান্ত রাজপথ অস্তিত্বের লড়াইয়ে গৃহবন্দি বাস্তব।

ইতিহাস যেন হঠাৎই করেছে এক মহামারী প্রশ্ন! আধুনিকতার মোড়কে বর্তমান আজও অজ্ঞ।

নীরব জৈবযুদ্ধের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব

দিনের শেষে মানুষগুলো একাকী ,নিঃস্ব।

তবু চলছে প্রয়াস,শহর জুড়ে বিষন্নতা

বন্দি খাঁচায় ,বন্ধ নিঃশ্বাস;

সন্দেশই একমাত্র ভরসা।

বার্তা আসছে সচেতনতার ,ব্যস্ত শুধুই প্রশাসন ও ডাক্তার,

শুরু হয়েছে অলিখিত ছুটি,দামামা বাজাচ্ছে

মৃত্যুর পরিসংখ্যান।

চিত্র সূত্র- লেখিকা, গুগল