হাওড়ার ডুমুরজোলা ইনডোর স্টেডিয়ামে আগেই তৈরি হয়েছিল। সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে, স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এবার কলকাতা আর, তার পার্শ্ব বর্তী জেলা শুধু না। পথ দেখাল, উত্তরবঙ্গের জেলাও। করোনা মোকাবিলা করার জলপাইগুড়ি বিশ্ববাংলা স্টেডিয়ামে জোর কদমে কাজ চলছে, ৩০০ শয্যার হাসপাতালের। হ্যাঁ! একেবারে খেলার জন্য তৈরি স্থানকেই ফের তৈরি করা হচ্ছে ‘করোনা হাসপাতাল’ রূপে। যা কাজ করবে, শুধুমাত্র করোনা মোকাবিলার জন্য।
পরিদর্শনে বিজয় চন্দ্র বর্মণ
শুক্রবার, এই হাসপাতালের কাজ এবং পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে আসেন, ওই জেলার রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান, বিধায়ক বিজয়চন্দ্র বর্মণ। তাঁর সঙ্গেই এই পরিদর্শনে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, জেলা হাসপাতাল সুপার ডাঃ গয়ারাম নস্কর।
এই প্রসঙ্গে এদিন, বিজয়চন্দ্র বর্মণ বলেন, করোনা ভাইরাস আক্রান্ত ও তাঁদের সংস্পর্শে আসা মানুষদের চিকিৎসার জন্যই গড়ে তোলা হচ্ছে এই হাসপাতাল, এখানে আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি, কোয়ারেন্টিন সেন্টারও গড়ে তোলা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।
আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরি চালু হয়ে যাবে এই হাসপাতাল।
উল্লেখ্য, এই জেলার স্বনামধন্য বিশ্ববাংলা ক্রীড়া অঙ্গনে, দুটি স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে আগেই। সেই জায়গাতেই, নতুন হাসপাতাল ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই স্টেডিয়ামে রাখা হবে, একেকটিতে ১৫০ টি করে শয্যা। আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে এই নতুন করোনা হাসপাতাল। এমনই জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
১০.০৪.২০২০
P.B
North Bengal