পড়ুয়া ফেরাতে বাস যোগীর! শ্রমিকদের জন্য নয় কেন? প্রশ্ন বিজেপি-বন্ধু নীতিশের।

লকডাউনের জেরে রাজস্থানের কোটায় আটকে পড়া ছাত্রছাত্রীদের এবার রাজ্যে ফেরাতে উদ্যোগী হল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, প্রায় ২৫০টি বাস রওনা হয় রাজস্থানের উদ্দেশ্য। যা আগ্রায় ফেরার কথা শনিবার। এই বাস পাঠানো নিয়েই এবার প্রশ্ন তুললেন, এনডিএ শরিক দলের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যদিও রাজস্থানের বিষয় হলেও, প্রশ্ন তুলে ট্যুইট করেন বিহারের মুখ্যমন্ত্রী।

রাজস্থানের কোটা শহরটি প্রসিদ্ধ মেডিক্যাল, আইআইটি ইত্যাদি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির প্রাণকেন্দ্র হিসেবে। সারা দেশ থেকেই পড়ুয়ারা কোটায় যায় পড়াশুনার জন্যে।

পিটিআই সূত্রে জানা যায়, উত্তরপ্রদেশের প্রায় ৭৫০০ পড়ুয়া বিভিন্ন হোস্টেল, মেস ভাড়া নিয়ে থাকত কোটায়। লকডাউনের সময়সীমা বেড়ে ৩ মে হওয়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পড়ুয়ারা। তারা টুইটারের মাধ্যমে জনমত গড়ে তোলে হ্যাশট্যাগ সেন্ডআসব্যাকহোম। এরপরই উত্তরপ্রদেশ সরকার উদ্যোগী হয় তাদের ফিরিয়ে আনতে। ব্যবস্থা করা হয় প্রায় ২৫০টি বাস। সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাজস্থান সরকারও। দরকার হলে আরও ১০০টি বাস দেওয়ার কথা ঘোষণা করে রাজস্থান সরকার।

প্রশাসন সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যার মধ্যে অধিকাংশ বাস কোটায় পৌঁছে যায় এবং সেগুলি ছাত্রছাত্রী নিয়ে রাতেই রওনা দিয়ে আজই আগ্রার উদ্দেশ্যে পৌঁছে যাবে। যদিও, প্রতিটি পড়ুয়ার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, থার্মাল স্ক্রিনিংয়ের পরে তবেই অনুমতি মিলবে বাড়ি ফেরার। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে প্রতিটি বাসে মাত্র ৩০জন করে পড়ুয়া থাকবেন। এছাড়াও বাসগুলিকে নিয়মিত স্যানিটাইশ করার কথাও বলা হয়েছে। থাকবে পড়ুয়াদের জন্যে পর্যাপ্ত খাদ্য, মাস্ক এবং স্যানিটাইজার।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

প্রসঙ্গত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেইলট এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত ঠিক না, এবং অনৈতিক। এরফলে লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।’ তিনি আরও বলেন, ‘যদি লকডাউনের সময় পড়ুয়াদের জন্যে বাসের ব্যাবস্থা করা হয়, তবে সেই হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের জন্য কেন একই ব্যবস্থা নেওয়া হবে না।’

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রায় ৩০০ পড়ুয়া বিশেষ অনুমতি সাপেক্ষে কোটা থেকে পাটনা ফিরেছিল। তখনও প্রবল আপত্তি জানিয়েছিলেন নীতীশ কুমার। যদিও, নীতিশের এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, বিজেপি এবং নীতিশ কুমারের সুসম্পর্ক নিয়ে।

১৮.০৪.২০২০

স্বাতী সেনাপতি

scroll, ndtv