কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার নৈতিক দায় তাঁরই। কারণ, তিনিই প্রধান, তিনিই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই দায় নিয়েই পদত্যাগ পত্র পাঠালেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী। ঘটনার নিন্দা করার পর, স্থানীয় থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর অভিযোগ দায়েরের পরেও, পদত্যাগ পত্র পাঠালেন তিনি। যদিও, উপাচার্যের পাঠানো পদত্যাগ পত্র, তখনও পাননি বলে শুক্রবার রাতে জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিকে, শুক্রবারই বিশ্ববিদ্যালয়ে এসে, ওই ভাইরাল ছবির শনাক্ত বহিরাগত ছাত্র ছাত্রী রা ক্ষমা চান। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠার পর, লজ্জিত হন তাঁরাও। কিন্তু এরপরেও সমাপ্তি নেই এই ঘটনার। কড়া ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রশাসনের তরফেও।
প্রসঙ্গত, বৃহস্পতিবারের বিটি রোড ক্যাম্পাসের ‘বসন্ত উৎসবে’র পর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাম করে, বসন্ত উৎসবের কিছু ছবি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছে। যে ছবিতে ব্যবহৃত একাধিক কুরুচিকর শব্দ। একটি ‘বিকৃত’ রবীন্দ্রসংগীতের লাইন থেকে অশালীন শব্দ, সব রয়েছে ওই ছবিতে।মেয়েদের পিঠে, ছেলেদের বুকে, আবির দিয়ে লেখা ওই ধরনের কুরুচিকর শব্দ নিয়ে, প্রতিবাদের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মধ্যে। জিৎ মুখার্জি (Jeet Mukerji), বুদ্ধদেব ঘোষ (Budhhadev Ghosh)-সহ বিভিন্ন নামের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে এই ছবিগুলি। নিমেষেই শেয়ারের বন্যা শুরু হয়েছে। তাঁদের দাবি, ছবিগুলি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের এই বছরের বসন্ত উৎসবের। এরপরই, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াজুড়ে। নিন্দায় সরব হন বিশিষ্টরাও। কড়া ব্যবস্থার আর্জি জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও।
ছবি: সংগৃহীত
07.03.2020 at 12.05 a.m