গত বুধবার দিল্লির চিড়িয়াখানা হঠাৎই মৃত্যু হয় এক বাঘিনীর| চিড়িয়াখানা সূত্রে খবর, মৃত ঐ বাঘিনীর নাম কল্পনা | বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।, কিন্তু মৃত্যু নিয়ে রয়েছে ধোঁয়াশা।তার শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখতে ঐ বাঘিনীর রক্তের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে|
কিছুদিন আগে খবরের মাধ্যমে নজরে আসে নিউইয়র্কে চিড়িয়াখানায় চার বছরের বাঘ নাদিয়ার করোনা সংক্রমণের কথা, এছাড়াও চারটি বাঘ এবং তিনটি সিংহের শরীরে কোভিড-১৯ ভাইরাস মিলেছে বলে জানা যায়| নিউইয়র্কে চিড়িয়াখানার এই ঘটনা সামনে আসার পর থেকেই অতিরিক্ত সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়, একই সঙ্গে চিড়িয়াখানা স্যানিটাইজ করারও কাজ চালানো হচ্ছে, অ্যান্টিভাইরাল স্যানিটাইজার স্প্রে করা হয়েছে চিড়িয়াখানার ভেতরে ও কর্মীদের থাকার জায়গাতে| চিড়িয়াখানার সব পশুকেই ২৪ ঘন্টা সাবধানে রাখা হচ্ছে|
গত বুধবার দিল্লির চিড়িয়াখানায় বাঘিনীর হঠাৎ মৃত্যুতে আশঙ্কা ছড়ায়| প্রাথমিক পরীক্ষা অনুযায়ী, কিডনি সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় কল্পনার | বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ, কিন্তু মৃত্যু নিয়ে ধোঁয়াশা দেখা দিলে তার শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা তা খতিয়ে দেখতে ঐ বাঘিনীর রক্তের নমুনা পাঠানো হয়েছে নাইসেডে| আপাতত সেখান থেকে রিপোর্ট না এলে প্রকৃত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশাই থেকে যাচ্ছে|
২৫/০৪/২০২০
রিপোর্ট – রুমকি সরকার
চিত্র ও তথ্য সূত্র- ট্যুইটর