থাপ্পড়-কাণ্ডের আঁচ এবার প্রশাসনেও ! এর প্রভাবেই গার্হস্থ্য হিংসা রোধে, রাজস্থানে চালু হেল্পলাইন।

এক চড়েই সব শেষ! সংসার দাম্পত্য জীবন, এক নিমেষেই শেষ সবটাই। এইরকমই এক ‘থাপ্পড়ে’র কাহিনী সম্প্রতি বলিউডে শুনিয়েছেন পরিচালক অনুভব সিনহা। বলিউডের খ্যাতনামা-অভিনেত্রী তাপসী পান্নু অভিনীত এই ছবি থেকেই অনুপ্রাণিত হয়ে, এবার নজিরবিহীন উদ্যোগ নিল রাজস্থান পুলিশ। ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ গার্হস্থ্য হিংসা রোধে তাদের দ্বারা চালু হল হেল্পলাইন নম্বর। সেই নম্বরের সম্পর্কিত পোস্টে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা হয়েছে এই ছবির নাম! ১০৯০, ১১২ এই দুটি নম্বরে যোগাযোগ করে, রাজস্থানে এইরকম ঘটনার অভিযোগ করা যাবে। সাহায্য করবে রাজস্থান পুলিশ।

(রাজস্থান পুলিশের তরফে করা ট্যুইট)

প্রসঙ্গত, চলতি মাসের ২৮ তারিখে মুক্তি পায় তাপসী পান্নু , পাভেইল গুলাতি, দিয়া মির্জা, মায়া সারাও, কুমুদ মিশ্রা অভিনীত ছবি ‘থাপ্পড়’। মূলত, অমৃতা (তাপসী), তাঁর স্বামী বিক্রমের (পাভেলই) বিরুদ্ধে লড়াই করছেন। তাঁর এগিয়ে চলা শুধু থাপ্পড় না, সামগ্রিক ভাবে ঘটে চলা এক গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে। আদতে, এই ছবিতে, জীবনের প্রতিটি পদে একটি মহিলার, একটি বধূর নিয়মিত বয়ে চলা অত্যাচারকে দারুণ ভাবে প্রকাশ করেছেন পরিচালক অনুভব। আসলে, অমৃতার চরিত্রই এই ছবির ইউএসপি হিসেবে কাজ করেছে বারবার।

তাই, পাভেইল-দিয়া মির্জার মতো অভিনেতাদের যোগ্য সঙ্গত, স্বল্প বাজেটে এই ছবিকে ইতিমধ্যেই প্রায় ৩০ কোটির ব্যবসা দিয়েছে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘থাপ্পড়’। এবার প্রশাসনেও পড়ল তার প্রভাব। সরাসরি, এই ছবি থেকেই অনুপ্রেরণা নিয়ে রাজস্থান পুলিশ অভিনব উদ্যোগ নিয়ে ফেলল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যা প্রশংসার যোগ্য বলেই দাবি করেছেন ওই মহল। এখন দেখার, আদতে থাপ্পড় ছবি, আর তার অনুপ্রেরণায় পুলিশের হেল্পলাইন চালুর মতো উদ্যোগ, কতটা প্রভাব ফেলতে পারে ভারতীয় সমাজে!

05.03.2020

তাই, পাভেইল-দিয়া মির্জার মতো অভিনেতাদের যোগ্য সঙ্গত, স্বল্প বাজেটে এই ছবিকে ইতিমধ্যেই প্রায় ৩০ কোটির ব্যবসা দিয়েছে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘থাপ্পড়’। এবার প্রশাসনেও পড়ল তার প্রভাব। সরাসরি, এই ছবি থেকেই অনুপ্রেরণা নিয়ে রাজস্থান পুলিশ অভিনব উদ্যোগ নিয়ে ফেলল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যা প্রশংসার যোগ্য বলেই দাবি করেছেন ওই মহল। এখন দেখার, আদতে থাপ্পড় ছবি, আর তার অনুপ্রেরণায় পুলিশের হেল্পলাইন চালুর মতো উদ্যোগ, কতটা প্রভাব ফেলতে পারে ভারতীয় সমাজে!

কতটা প্রভাব ফেলতে পারে ভারতীয় সমাজে!