তৃণমূলের সাংসদ তিনি। হুগলির আরামবাগ কেন্দ্রের সাংসদ। খুব একটা প্রচারের আলোয় তাঁকে দেখা না গেলেও, করোনা-আতঙ্কে দিশেহারা সময়ে, শিরোনামে এল তাঁর নাম ! একেবারে সদ্যোজাত সন্তানের নাম রাখলেন করোনা ! কন্যা সন্তানের নাম দিলেন করোনা। এই পরিপ্রেক্ষিত কে স্মরণে রেখেই এই নাম বলে জানা গিয়েছে।
অনেকেই বলছেন, তাই বলে করোনা! কিন্তু যে যাই ই বলুন, একটা বড় অংশের মহলের মতে, করোনা যতটা না ভয়াবহ, বিপরীতভাবে প্রকৃতির কাছে তা শান্তির! এমনকি, এই ভাইরাসের কারণে, বসুধা সুস্থ হচ্ছে ক্রমশ। মানুষের জীবন যাপনে পরিবর্তন, ধর্মের হানাহানি বন্ধ, পরিবর্তন হয়েছে মানসিকতা। সেখান থেকে দেখলে, ডাক নাম করোনা ! খুব ভালো নয় কি?
০৭.০৫.২০২০
কলকাতা
রিপোর্ট: কে এস