জানকারি: কী করবেন পরিযায়ী শ্রমিকরা? রাজ্যে আটকে থাকা অন্যরাও কী করবেন? বিস্তারিত জানুন।

বাংলার মানুষেরা আটকে বাইরে। প্রতিমুহূর্তে বাড়ি ফেরার দিন গুনছেন তাঁরা। মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অনেকের। বারবার কাতর আবেদন আসছে তাঁদের তরফে। রাজ্য সরকারের তরফে তাঁদের আদেও বাড়ি ফেরানো সম্ভব? রাজ্যের পক্ষ থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আগেই। এবার বিস্তারিত দেওয়া হল সরকারের তরফে। কী করবেন তাঁরা? যাঁরা রাজ্যে বাইরে আছেন তাঁরা? আর যাঁরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আটকে আছেন, যাঁরা এই রাজ্য থেকেও ফিরতে চান। সকলের আলাদা কী কী করতে হবে, সব রইল এখানে;

তৃতীয় দফার লকডাউনে রেড, অরেঞ্জ আর গ্রীন জোনভিত্তিক শর্তসাপেক্ষ ছাড় মিলেছে গাড়ি চলাচলে। এবার যে সমস্ত মানুষ রাজ্যের বাইরে আটকে রয়েছে, তাঁদেরও শর্তসাপেক্ষ নিজস্ব ব্যবস্থার মাধ্যমে চলাচলের অনুমতি দেবে রাজ্য প্রশাসন। ই-পাসের মাধ্যমে করতে হবে আবেদন, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যে থাকাদের ফেরার জন্যও এই ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে পারবেন তাঁরা?

?ই-পাসের বিষয়ে বিস্তাতির জানতে এবং আবেদন করতে, www.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

?অনুমতির জন্য সেই ব্যক্তিকে ওই ওয়েবসাইটে যেতে হবে,

১. পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার জন্য পাসের লিঙ্ক:: http://covidwbgov.in/exit/aspx/signin.aspx

২. রাজ্যের ভিতরে ছোট গাড়ি প্রবেশের জন্য পাসের লিঙ্ক::

http://covidwbgov.in/entry/aspx/signin.aspx

৩. রাজ্যে বড় গাড়িতে দলবদ্ধ হয়ে প্রবেশের জন্য পাসের লিঙ্ক::

http://covidwbgov.in/GROUPENTRY/aspx/signin.aspx

?রাজ্যের বাসিন্দা যাঁরা রাজ্যের ভিতর অন্যত্র এবং ভিন রাজ্যে আটকে রয়েছেন, তাঁরা এই ৮০১৭৮৪৫৫৫৫ এই নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi‘ লিখে নিজেদের তথ্য বিস্তারিত জানাতে পারেন।

অথবা,

মেসেজ করতে পারেন ৫১৯৬৯ নম্বরে।

মেসেজ করার পদ্ধতি,

WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>

number of passengers (in two digits)

অথবা,

সাহায্য নিতে পারেন, কন্ট্রোল রুম (নবান্ন):: ০৩৩-২২১৪১৯৯৫ /৩৫২৬/১০৭০

২৪×৭ খোলা থাকে।

**বহু মানুষ একেবারে ফোন করলে লাইন পেতে সময় লাগলেও লাগতে পারে। তবে নবান্নে জানানো যাচ্ছে।

________________________________________
________________________________________

কলকাতা