প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ৩০ এপ্রিল পর্যন্ত লক্ ডাউন বাড়ছে, আমরা কোনও বিপরীত মত দেবো না, রাজ্যেও বাড়ানো হল লক্ ডাউনের দিন। এর পাশাপাশি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ” মানবিক হয়ে লক্ ডাউন পালন হবে, বাড়াবাড়ি করে করে নয়, কিন্তু মানতেই হবে নিয়ম, জমায়েত করা যাবে না, রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই লক ডাউন,”। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের পরে, নবান্নে সাংবাদিক বৈঠক করে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ করা হবে বলেও জানালেন তিনি। কিন্তু মিড ডে মিলের চাল দেওয়ার সময় বাড়ানোর কথাও বলেন। কী কী বললেন তিনি?
************
“রাজ্যে করোনা আক্রান্ত আরও ৬ জন
রাজ্যে ১৬ টি পরিবারে আক্রান্ত ৭০ জন
স্কুল কলেজ ইউনিভার্সিটি ১০ই জুন অবধি বন্ধ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এপ্রিলের শেষে চাল ডাল দেওয়ার বার্তা,প্রধানমন্ত্রীর কাছে জিএসটি বাবদ প্রাপ্য টাকার দাবি মুখ্যমমন্ত্রীর, নিয়ম পালন করতেই হবে, তবে বাড়াবাড়ি না, পুলিশকে বার্তা,টেস্ট করতে গেলে পুলিশকে সাহায্য করুন, ভালো থাকতে গেলে করতে হবে, মন্তব্য মমতার। করোনা মোকাবিলা করতে ২৫ হাজার কোটি চাইল সরকার।১০ লক্ষ কোটির প্যাকেজ দাবি। অসংঠিত ক্ষেত্র, ট্যুরিজম সেক্টরকে সাহায্যের বার্তা। নিয়ম মেনে বেকারি চালু, প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং ভালো হয়েছে,কোথাও জমায়েত চলবে না, মানতেই হবে,যাঁদের রেশন কার্ড নেই, তাঁরা বঞ্চিত যাতে না হয়, ব্যবস্থার নির্দেশ পুলিশকে,সোনাগাছি এলাকার মহিলারা যেন সঠিক খাওয়া-দাওয়া পান ব্যবস্থা নিতে হবে পুলিশকে,রবিবার ও শনিবার বন্ধ থাকবে নবান্ন। স্যানিটাইজ করা হবে গোটা বিল্ডিং,আমরা যেখানে স্পর্শকাতর পাব, এলাকাতে সানিটাইজ করব, ব্যবস্থা নেব। কিন্তু কোনও বাজার বন্ধ থাকবে না, বাংলা বিপদে পড়লে বিপদে পড়বে বাংলার সীমান্তবর্তী এলাকা,নিয়ম না মানলে কড়া ব্যবস্থা, যেখানে যা দেখবেন, ব্যবস্থা নেবেন।এটা কোনও ধর্মের না, সবাই ভাইভাই একসাথেই লড়ব,
যেখানে কোনো পেশেন্ট, ডেথ, পাব, ব্যবস্থা নেব। কিন্তু জরুরি সব খুলব। আমরা বাড়াবাড়ি করব না
আন্তর্জাতিক বিমান চালান যাবে না। লক ডাউন মানবিক দিক থেকে পালন করতে হবে
বিভিন্ন শিল্প সংস্থা বিভিন্ন বাজারের দায়িত্ত্ব নিয়েছে, স্যানিটাইজ করতে।আইন আর প্রটোকল মেনে কাজ করতেই হবে, না করলে ব্যবস্থা।সময়ে রোগী এলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কেউ এমন টাইমে আসছে, মারা যাচ্ছে।দেশের লক ডাউন বাড়ার পক্ষে আমরা সায় দিয়েছি।”
১১.০৪.২০২০
Picture Courtesy: Tweeter