ছোট ছবির প্রদর্শনে বাজিমাৎ ! ২০’তেই নতুন অঙ্গীকার ‘ইন্দো-বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র।

বারাসাত: সিনেমা মানে জীবন, সিনেমা মানে সমাজ, সাহিত্য, মানুষের কথা বলা। এই ভাবনা থেকেই ‘ওম স্বস্তি ফিল্মস’-এর উদ্যোগে গত তিনবছর ধরে উদযাপিত হচ্ছে ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারও বারাসাত বিদ্যাসাগর সভাকক্ষে অনুষ্ঠিত হয় ‘চতুর্থ ইন্দো-বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ২০২০। গত ২৫ এবং ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় এই উৎসব। ১৮ জন পরিচালকের প্রায় ২২ টি ছোট সিনেমা ও ডকুমেন্টারি প্রদর্শিত হয় এই চলচ্চিত্র উৎসবে।

প্রদীপ প্ৰজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই ছিলেন, বাংলা সংবাদমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকরা। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের চলচ্চিত্র প্রযোজক সুজিত সাহা।

২৫ শে জানুয়ারি বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। তারপর, সরাসরি সিনেমা প্রদর্শিত হয়।যথারীতি ২৬ তারিখে সিনেমা প্রদর্শন শুরু হয়ে যায় চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। সাতটা থেকে আটটা পর্যন্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়। ৬ টি ভাগে ভাগ করে আওয়ার্ড সেরেমনি অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়।

আওয়ার্ড পান-

বেস্ট শর্ট ফিল্ম- ‘উপহার’, অরিজিত দে।

বেশ শর্ট ফিল্ম (বাংলাদেশ)- ‘দি ওয়াটার ফর লাইফ’, শফিকুল ইসলাম শামিম।

বেস্ট স্টরি- ‘প্রতিরোধ’, দ্বীপ বিশ্বাস

বেস্ট পরিচালক- ‘দি ম্যাড নাইট’-র জন্য পান মনিশ জানা ।

বেস্ট অ্যাক্টর- ‘প্রতিশোধ’ শর্ট ফিল্মের জন্য পান মানিক সিংহ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি এস আই শামিম এবং বাংলাার জনপ্রিয় অভিনেতা শৈবাল ভট্টাচার্য্য।শৈবাল ভট্টাচার্যকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় ওম স্বস্তি ফিল্মসে’র পক্ষ থেকে। সম্বর্ধনা প্রদান করেন ও এস এফের কর্নধার আদিত্য দাস।

82 views