নিজস্ব প্রতিনিধি: কল্পনার ‘রাপুুনজেলে’র চুল বেয়ে কেউ উঠছে না, তবে বাস্তবের রাপুনের চুল বয়েই এল সাফল্য। সবচেয়ে লম্বা চুলের জন্যই ২০১৮ সালে, ১৭ বছরের মেয়ে, গুজরাটের আরাভাল্লির বাসিন্দা নিলাংশীর নাম তুলে দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এ। আর এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। প্রায় ১৯০ সেন্টিমিটার লম্বা চুলের অধিকারিণী হয়ে, বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়লেন গুজরাটের
সেই মেয়ে।
তাঁর এই দ্বিতীয় সাফল্যে খুশি পরিবার। আনন্দিত নিলংশীও। বছরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর চুলের দৈর্ঘ্য যে বাড়ছে, এবং তা বিশ্বের সেরার তকমা পাচ্ছে, এই ভেবেই গর্বিত সে। এদিকে ২০১৮-র পর থেকে একপ্রকার তারকা তকমা পেয়েছেন এই মেয়ে।
সেলফি তোলার হিড়িক বা লম্বা চুলের রহস্য জানার হিড়িক, সবটাই সহ্য করতে হচ্ছে তাঁকে। কিন্তু এই সবের মধ্যেও বিশ্বের দরবারে ফের সেরার তকমা ভালো রাখছে সবের মাঝেই।
ছবি সৌজন্যে: সোশাল নেটওয়ার্কিং সাইট
১৭ জানুয়ারি, ২০২০
10 views