নয়া দিল্লি, ঋতভাষ সাহা : দেশজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের মতো, আক্রান্তের নিরিখে দিল্লিও রয়েছে প্রথম সারিতে। একের পর এক আক্রান্ত বাড়ছে রাজধানীতে। এবার আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রনের জন্য, মাস্ক নিয়েও নতুন সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বাড়ির বাইরে বেরোলেই পড়তে হবে মাস্ক।
এদিন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে, সাফ জানিয়ে দেন, যদি কেউ দিল্লিতে থাকাকালীন বাড়ির বাইরে বেরোতে চান, তাঁকে অতি অবশ্যই মুখে মাস্ক পরে বেরোতে হবে। এর সঙ্গে তিনি এও বলেন যে, মানুষ যদি মুখে মাস্ক পরেন, তাহলে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমবে। যদি বাজারে মাস্ক সহজলভ্য না হয়, তাহলে অনায়াসেই কাপড়ের মাস্ক পরেই বেরোতে পারেন রাজ্যবাসী, এইরমই ধারণা দেন, রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যদিও, এইমুহূর্তে দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫০ অধিক। বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেইরাজ্যে। আক্রান্তের সংখ্যা বাড়ার ক্ষেত্রে লাগাম আনতে চাইছে সরকার। গোটা দেশের মতো এই রাজ্যে ঘটা নিজামুদ্দিনের ঘটনার পরে, আক্রান্তের সংখ্যা খানিকটা বেড়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের এই নির্দেশ বা অনুরোধ, গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
০৮.০৪.২০২০
এডিটেড