ঘরবন্দি অনুষ্কা, ঘরেই তৈরি করে ফেললেন সেলুন! চুল কাটলেন বিরাটের!

তারকারা বন্দি! লক ডাউন এর প্রকোপে ঘর থেকে বেরোচ্ছেন না বলিউড থেকে হলিউড, কোনও তারকায়। ঘরে বসে কেউ মানছেন বাসন। আবার কেউ প্রাকটিস করছেন কাপড় কাঁচার। কেউ বা আবার চুটিয়ে গান গাইছেন। করোনা মোকাবিলা করতে, ঘরে থেকেই যে যা পারছেন করছেন। নিমেষেই মন জয় করে ফেলছেন নেটিজেনদের। ভালো অনুভূতির পাশাপাশি, তাঁরা দিচ্ছেন ঘরে থাকার বার্তাও। কেউ আবার এই সঙ্কটে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।

কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে গেলেন দেশের সর্বাধিক চর্চিত সেলেব জুটি বিরুষ্কা! হ্যাঁ! ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আর বলিউড সুন্দরী অনুষ্কা শর্মার কথায় বলছি। বরাবরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঝড় তোলা এই জুটি করে ফেললেন এক অভিনব কাজ। ঘরেই করে ফেললেন সেলুন।

চুল কাটলেন বিরাটের। সেকি! তাহলে কী সেলুনে যাওয়াও বন্ধ বিরাট কোহলির! এই ভিডিও দেখে এমনই ভাবছেন অনেকেই। যদিও ঘরেই ‘কোয়ারেনটাইনে’ থাকা অনুষ্কা এই ভিডিও পোস্ট করে বোঝাতে চেয়েছেন, তাঁরাও রয়েছেন ঘরে। কাঁচি দিয়ে চুল কাটছেন স্বামীর। আর সেই কাজে যোগ্য সঙ্গত দিচ্ছেন বিরাট।

শুধু চুল কেটেই না, বিরাট আর অনুষ্কা গৃহবন্দি জীবন কাটাচ্ছেন দারুণ ভাবেই। মজার মজার ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। বিকৃত মুখভঙ্গির ছবিতে মজেছে তাঁর ফ্যান-দুনিয়া।

প্রসঙ্গত, দেশজুড়ে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। যা আটকা তে একমাত্র পথ ঘরে থাকা, এমনই বলছেন চিকিৎসক রা। সেইমতো দেশজুড়ে চালু হয়েছে লক্ ডাউন। যার প্রভাবে সমস্যায় বহু মানুষ। তবুও, সমস্ত সম্যার পরেও, ভালো থাকার স্বার্থে ঘিরেই বন্দি জনতা। বন্দি তারকারাও। কিন্তু তাঁদের বন্দি দশার এই চিত্র, একটু হলেও মন ভালো করেছে নেটিজেনদের।