গোটা দেশে ১২৬ লক্ষ টন খাদ্য সরবরাহ করল ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া

করোনা আবহে লকডাউনের মধ্যে ভারতের খাদ্য কর্পোরেশন প্রায় ১২৬ লক্ষ টন খাদ্যশস্য সরবরাহ করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। লকডাউনের জেরে ২৫ মার্চ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ৮৯ লক্ষ টন চাল, ৩৭.১৩ লক্ষ টন গম এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে।

এফসিআইয়ের(Food Corporation of india) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডি.ভি. প্রসাদের মত অনুযায়ী, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং অন্যান্য প্রকল্প অনুযায়ী এফসিআই প্রতি মাসে গড়ে প্রায় ৫০ লক্ষ টন খাদ্যশস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করে।

দেশের পাঁচটি জোনের মধ্যে উত্তর অঞ্চলকে ৩৯.৯৫ লক্ষ টন, দক্ষিণ অঞ্চলকে ২৯.১৮ লক্ষ টন, পূর্ব অঞ্চলকে ২৮.৩৩ লক্ষ টন, পশ্চিম অঞ্চলকে ২৩.০৩ লক্ষ টন এবং উত্তরপূর্ব অঞ্চলকে ৫.৬৩ লক্ষ টন খাদ্যশস্য দেওয়া হয়। যা জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রধানমন্ত্রী কল্যাণ আনয়ন যোজনায় আওতাভুক্ত। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসে জন পিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হবে।

এবিষয়ে এফসিআইয়ের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডি.ভি. প্রসাদ জানিয়েছেন, কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং রাজ্য সরকারদের দাবি পূরণের জন্য যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য মজুত করা রয়েছে। তিনি আরও জানান, বরাদ্দের ১২০ লক্ষ টনের মধ্যে প্রায় ৬২ লক্ষ টন খাদ্যশস্য রাজ্যগুলিতে সরবরাহ করা হয়েছে এখন পর্যন্ত।

এবছর এপ্রিলে এফসিঅআই প্রায় ৬০ লক্ষ টন খাদ্যশস্য দেশজুড়ে গুদামগুলিতে সরবরাহ করে। যা সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১৪ সালের মার্চ মাসে সর্বোচ্চ ৩৮ লক্ষ টনের রেকর্ড ছিল।

০৪/০৫/২০২০
রিপোর্ট- PB
চিত্র সূত্র- গুগল