বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ২.২ মিলিয়ন! আর মৃত্যু হয়েছে কমপক্ষে ১ লক্ষ ৫৪ হাজার ৬০০ জনের। খুব একটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে না ভারতও। ইতিমধ্যেই, শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৭৯২, আর মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এরকম পরিস্থিতিতে লক্ ডাউনের কার্যকারিতা এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র। আরোগ্য সেতু মোবাইল অ্যাপের ব্যবহার বাড়ানোর দিকেও নজর দিয়েছেন তাঁরা। এবার এই আপকে সঙ্গী করেই, মাস্কের ব্যবহারের প্রচারেও কাজে লাগানো হল অভিনব পন্থা। দেশের তাবড় তাবড় ক্রিকেট তারকাদের নিয়েই প্রকাশিত হল ভিডিও! মাস্ক ব্যবহার এবং কী করে তা বাড়িতেই তৈরি সম্ভব, তার বার্তাও দিলেন ক্রীড়া জগতের তারকারা!
ওই ভিডিওতে ক্রিকেট তারকারা।
সচিন তেন্ডুলকর থেকে বাংলার তথা, দেশের ক্রিকেটার এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, বর্তমান জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, মিতালী রাজ, হরভজন সিং, বীরেন্দ্র শেহবাগ, রাহুল দ্রাবিড় সহ ক্রিকেট জগতের বর্তমান প্রাক্তন তারকারা বাড়িতে বসেই, টিম মাস্ক ফোর্স তৈরির বার্তা দিলেন। বললেন, সচেতন থাকতে, একযোগে মুখ ঢেকে চলতে। আর মাস্ক কীভাবে আরোগ্য সেতু অ্যাপে বানানো যাবে, সেই সূত্রও দিলেন সচিনের মতো ক্রিকেটাররা। সঙ্গে সচেতনতার পাঠ দিলেন বিরাট, সৌরভ, রাহুল, রোহিতরা। এই ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই।
এই ‘টিম মাস্ক ফোর্স’ তৈরির ভাবনা এবং তাঁর সচেতনতার প্রচারমূলক ভিডিওটি পোস্ট করেছে, বিসিসিআই। যা করোনা সচেতনতা বৃদ্ধি করতে এবং জনমানসে এর প্রভাব বিস্তারে ব্যাপক সাড়া ফেলেছে বলেই মত বেশিরভাগেরই।
লিঙ্ক?
#TeamIndia is now #TeamMaskForce!
Join #IndiaFightsCorona and download @mygovindia's @SetuAarogya mobile application ?@PMOIndia @narendramodi ?? pic.twitter.com/M06okJhegt
— BCCI (@BCCI) April 18, 2020
____________________
১৯.০৪.২০২০
______________________
BCCI