ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। আশঙ্কা সত্যি করেই ভারতও এগোচ্ছে ভয়াবহতার দিকেই?

নাহ্! প্রথমে যা কল্পনাতেও আসেনি, তাইই আসছে এদেশের ক্ষেত্রেও। প্রথমত,যে ভয়াবহতার কথা আমরা বারবার শুনছিলাম, আমেরিকা, ইতালি অথবা ফ্রান্স থেকে,সেই সংখ্যার ভয়াবহতার ছবি কিন্তু ক্রমশ সঙ্গীন হচ্ছে এদেশেও। ১,২,৩ হাজার করে আজ সংখ্যাটা, শনিবার সকালেই প্রায় ছুঁয়ে ফেলেছে ৬০ হাজারে। আর মৃত্যু ছুঁতে চলেছে ২ হাজারে। অর্থাৎ, তথ্য, পরীক্ষা সবকিছু নিয়ে কেউ কেউ প্রশ্নের অবকাশ ঘটালেও, সংখ্যা কিন্তু থেমে নেই। তা বাড়ছে ক্রমশ। একের পর এক মৃত্যুর খবরে জর্জরিত হচ্ছে দেশ। ক্রমশ সঙ্গীন আকার নিচ্ছে পরিস্থিতি। ভারতে, শনিবার সকাল ৯.৩০ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৯,৬৬২ জন। আর মৃত্যু হয়েছে ১,৯৮১ জনের। সুস্থ হয়েছেন, ১৭,৮৪৬ জন। করোনা আক্রান্ত (সক্রিয়) রয়েছেন ৩৯,৮৩৪ জন।

যে আশঙ্কা করা হয়েছিল, ভারতে আক্রমন পৌঁছবে তৃতীয় পর্যায়ে। অনেকেই বলছেন, সেই পর্যায় ছুঁয়েছে দেশ। এমনকি আশঙ্কা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাজার, দোকান, ভিড়, জমায়েতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ না এলে, এই সংখ্যা যে লক্ষাধিক হবে না, এই নিশ্চয়তা খুবই ক্ষীণ। তাই ভারতেও যে ইতালি বা আমেরিকার মত একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কাতে তটস্থ চিকিৎসকদের একাংশ।

কিন্তু এই লাফিয়ে লাফিয়ে সংখ্যা আটকানোর উপায় কী? চিকিৎসকদের একাংশ বলছেন, উপযুক্ত পরীক্ষা, জায়গা বা অঞ্চল নির্দিষ্ট করে সেই স্থানে সম্পূর্ণ লক ডাউন পালন নিশ্চিত করে, জনতার মধ্যে পরীক্ষার হার বাড়ানো। ধাপে ধাপে লকডাউন উঠলেও, মাস্কের ব্যবহার, গণ পরিবহনে কম সংখ্যক যাত্রী, যেকোনও জমায়েত প্রায় বন্ধ করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, নাহলে এই সংখ্যার আধিক্য দেশকে ভয়াবহতার দিকেও নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই।

______________________________

০৯.০৫.২০২০
সকাল: ৯:৩০