”কেন্দ্রের কোভিড ১৯ সংক্রান্ত সমস্ত গঠনমূলক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্টমন্ত্রীকে অনুরোধ করছি, কীসের ভিত্তিতে এই কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হচ্ছে, তার স্পষ্ট করা হোক, নইলে আমরা এগোতে পারব না।” —স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের ৭ জেলার পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর চিঠি নিয়ে, ট্যুইট করে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই ট্যুইটে আরও বলেন, এই সিদ্ধান্ত ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী’, এভাবেই তোপ দাগেন তিনি। এদিন কেন্দ্রের প্রতিনিধি দলের রাজ্যে কথা না বলে ঘোরার কথা শুনে নবান্নের সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যসচিব। তিনিও বলেন, এখন কেন্দ্র রাজ্যের ভিন্নমতের সময় না, এখন একসঙ্গে কাজ করার সময়। এরপরেই প্রায় একই কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে প্রতিনিধিদলের সদস্যের সঙ্গে নবান্নে, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গেও বৈঠক হয় সোমবার সন্ধ্যায়।
কিন্তু, এদিনই বিকেলে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া সহ বিভিন্ন জেলা, রাজস্থান, মহারাষ্ট্র রাজ্যের মতো কয়েকটি রাজ্যের অবস্থা সন্তোষজনক না, সেখানে সংক্রমণ বাড়ছে, তাই কেন্দ্রের দল ওই একাধিক জেলায় পরিদর্শনে যাচ্ছেন। ইতিমধ্যেই ৬ সদস্যের দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় তাঁরা পৌঁছচ্ছেন। যাঁরা, লকডাউন, সামগ্রিকভাবে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা থেকে স্বাস্থ্য-ব্যবস্থা সহ, এই সম্পর্কিত সমস্ত বিষয়ে খোঁজ নেবেন। এবং রিপোর্ট দেবেন কেন্দ্রকে।
স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো চিঠি।
______________________________
২০.০৪.২০২০
Last Update: 5:30 p.m
2nd Update: 8:30 p.m