কলকাতা: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-র বিটি রোড ক্যাম্পাসে বৃহস্পতিবার উদযাপিত হয় ‘বসন্ত উৎসব’। সেই উৎসবের কিছু ছবি ঘিরে বিতর্ক শুরু হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হওয়া সেই ছবিকাণ্ডে এবার নড়েচড়ে বসলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তীব্র সমালোচনার মুখে, ওই ঘটনায়, সিঁথি থানায় অভিযোগ জানালেন তাঁরা। এদিকে, ইতিমধ্যে নাকি চিহ্নিতও করা হয়েছে ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্রীকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা সকলে হুগলির শ্রীরামপুর কলেজের পড়ুয়া। সকলেই বহিরাগত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিটি রোড ক্যাম্পাসের ‘বসন্ত উৎসবে’র পর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাম করে, বসন্ত উৎসবের কিছু ছবি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়। যে ছবিতে ব্যবহৃত একাধিক কুরুচিকর শব্দ। একটি ‘বিকৃত’ রবীন্দ্রসংগীতের লাইন থেকে অশালীন শব্দ, সব রয়েছে ওই ছবিতে। মেয়েদের পিঠে, ছেলেদের বুকে, আবির দিয়ে লেখা ওই ধরনের কুরুচিকর শব্দ নিয়ে, প্রতিবাদের ঢেউ ওঠে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের মধ্যে। জিৎ মুখার্জি (Jeet Mukerji), বুদ্ধদেব ঘোষ (Budhhadev Ghosh)-সহ বিভিন্ন নামের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করা হয় এই ছবিগুলি। নিমেষেই শেয়ারের বন্যা শুরু হয়। তাঁদের দাবি, ছবিগুলি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসের এই বছরের বসন্ত উৎসবের। এরপরই, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াজুড়ে। সরব হন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
সমালোচনা শুরু হতেই অবশেষে নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের করা হয় সিঁথি থানাতে। অভিযুক্ত ওই ৫ ছাত্রী শনাক্ত হওয়ার পর, বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, এঁরা প্রত্যেকেই বহিরাগত, কেউ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী না।
০৬.০৩.২০২০