বিগত কয়েকদিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে বেশ কিছু পরিবর্তন এসেছে। এসএফআইয়ের অন্দরের কোন্দল সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। গড়ে উঠেছে নতুন দল। এবছর প্রথম প্রার্থী দিয়েছে এবিভিপি। এই আবহে শুরু ভোট
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
এক নজরে দেখে নেওয়া যাক এবছরের প্রার্থী তালিকা-
এসএফআই প্রার্থী তালিকা-
চেয়ারপার্সন- তমোঘ্ন
জেনারেল সেক্রেটারি – রাজদীপ অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সকাল)- অভীক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সন্ধ্যা)- প্রণয়
ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তালিকা- চেয়ারপার্সন- অরিত্র জেনারেল সেক্রেটারি -গৌরব অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সকাল)- আহতেশম অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সন্ধ্যা)- সুজন
জেইউটিএমসিপি প্রার্থী তালিকা- চেয়ারপার্সন- অনুপম দাস জেনারেল সেক্রেটারি – এস কে সাথি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সকাল)- অন্তজুল ইসলাম অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সন্ধ্যা)- সন্তু মাইতি
ডিএসএ প্রার্থী তালিকা-
চেয়ারপার্সন- জয়দীপ ঘোষ
জেনারেল সেক্রেটারি – কাজরী মজুমদার
অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সকাল)- অনুুুস্কা পাল
অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সন্ধ্যা)- শুক্লা বেড়া
এবিভিপি প্রার্থী তালিকা- চেয়ারপার্সন- নিখিল দাশ জেনারেল সেক্রেটারি – পবন কুমার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সকাল)- সুধীর যাদব অ্যাসিস্টেন্ট সেক্রেটারি(সন্ধ্যা)- রম্যজ্যোতি সরকার
সকাল ১১টা থেকে বিভিন্ন ভাগে চলছে ভোট গ্রহণ পর্ব। কার হাতে থাকবে ছাত্র রাজনীতির অন্যতম আঁতুড় ঘর, উত্তর আসবে 20শে ফেব্রুয়ারি।