(আজকের করোনা আপডেট: ১৭৬৫৬ ভারতে আক্রান্ত। ৫৫৯ জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ৩৩৯। রাজ্যের বেলগাছিয়া বস্তি এলাকায় শুরু Rapid অ্যান্টিবডি টেস্ট। মুম্বইয়ে আক্রান্ত সর্বাধিক, ৪২০৩। –Last Update: 10:10 p.m)
মুম্বই: মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে দিচ্ছিলেন তাঁরা। নিমেষেই আপডেট, কোথায় কী হচ্ছিল, ঘরে বসে সাধারণ মানুষ যাতে জানতে পারেন তার ব্যবস্থা করেছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা। একপ্রকার প্রাণ হাতে নিয়েই লেশার স্বার্থে দৌঁড়ে বেড়াচ্ছিলেন, এদিক ওদিক। কারণ, তাঁরাও এই যুদ্ধের সৈনিক। কিন্তু এবার আক্রান্তের তালিকায় এক ধাক্কায় নাম উঠল একাধিক সাংবাদিকের। একজন, দুজন নন, একেবারে ৫৩ জন সংবাদকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যাচ্ছে সংবাদসংস্থা এ এন আই সূত্রে। এমনকি প্রায় ১৬৭-১৭১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর, তাঁদের মধ্যে ৫৩ জনের কোভিড -১৯ পজিটিভ এসেছে। এঁরা মূলত, চিত্র সাংবাদিক, রিপোর্টার, ভিডিও জার্নালিস্ট বলেই জানা যাচ্ছে। যার মধ্যে অনেকেই সিনিওর জার্নালিস্ট বলেও খবর আসছে।
প্রসঙ্গত, এঁরা ধারাভি বস্তি, কস্তুরবা হাসপাতালের মতো ‘আক্রান্ত’ জায়গায় কাজ করছিলেন বলেও জানা গিয়েছে।
একাধিক ইংরেজি সংবাদমাধ্যমে, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান বিনোদ জগদলেকে কোট করে বলা হয়েছে, ‘তিনি জানাচ্ছেন, আমরা আমাদের সংবাদকর্মীদের পরীক্ষার জন্য মহারাষ্ট্র সরকারকে চিঠি লিখি। তিনি আরও বলেন, ১৬৭ জনের মধ্যে ৫৩ টি নমুনা পজিটিভ এসেছে। মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে জানিয়েছেন, ওই আক্রান্ত সাংবাদিকদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।’ সবাইকেই হোটেলে কোয়ারেন্টাইন করা হয়েছে বলেও জানা গিয়েছে।
এদিকে আক্রান্ত অনেকেই বলছেন, তাঁদের উপসর্গ ছিল না। তাঁরা বুঝতেও পারেননি, এই আক্রান্ত হওয়ার কথা। যা উদ্বেগ সৃষ্টি করেছে চিকিৎসকদের একাংশের মধ্যেও। সংবাদমাধ্যম এর কর্মীদের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বড় অংশের জনতাও।