কাগজ তোমাকে দেখাতেই হবে, নইলে জুটবে না কিছুই! মেয়ের নম্বর চাওয়া যুবকের কাছে ‘দাবি’ মীরের।

কলকাতা: কাগজ দেখাবেন না? নাহ্, এক্ষেত্রে তা হবে না আর। এনআরসি অথবা সিএএ না, এই কাজ করতে গেলে আপনাকে কাগজ দেখাতেই হবে, সোশাল মিডিয়ায় এমনই এক দাবি করলেন বাংলার জনপ্রিয় তারকা মীর।

কিন্তু কেন? সম্প্রতি একটি ফেসবুক পোস্টে মীর, তাঁর কন্যা মুসকানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে প্রচুর লাইক, কমেন্টের মধ্যেই গোল বাঁধে একটি কমেন্ট নিয়ে। যেখানে, সায়ক গাঙ্গুলি (Sayak Ganguli) নামে এক যুবক কমেন্ট করেন, ‘স্যার আপনার মেয়ের নাম্বারটা দেবেন এট্টু কথা বলবো….।’ ব্যাস, এই কমেন্ট লুফে নিতে আর দেরি করেননি, মজার মানুষ মীর। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি রিপ্লাই দেন ওই কমেন্টের। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই কমেন্ট। অল্প সময়ের মধ্যেই শেয়ারের ঝড় ওঠে। কমেন্টের রিপ্লাই থেকে শুরু করে সম্পূর্ণ পোস্টের মোটিভ ঘুরে যায় এদিকেই।

মীর ওই কমেন্টের রিপ্লাইয়ে বলেন, ‘সায়ক গাঙ্গুলি শিউর, কিন্তু তার আগে এই কাগজ দেখান।’ এরপর মীর বাজারের মুদিখানার ফর্দের থেকেও বড় ফিরিস্তি দেন কাগজের। সেখানে ভোটার কার্ড, প্যান কার্ড থেকে বড় সাইজের কাগজে দুই আঙুলের ছাপ, ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাসপোর্টের তথ্য সব চেয়ে বসেন তিনি ! মীরের এই কাণ্ড দেখে হেসেই খুন নেটিজেনরা। কেউ কেউ তো বলছেন, এনআরসি হলেও মনে হয় এত কাগজ লাগবে না।

যদিও ভাইরাল হওয়া কমেন্টের অস্তিত্ব এখন আর ওই পোস্টে নেই। তাই আদতে ঘটনাটা সত্যি ছিল কিনা? তা নিয়েও প্রশ্ন উঠছে। একটা অংশ বলছেন, এটা সঠিক নাও হতে পারে। তবে, যদি সত্যিই ধরে নেওয়া হয় তাহলে বাকপটু মীরের এই ভূমিকা স্বাভাবিভাবেই আনন্দের সৃষ্টি করেছে নেটিজেনদের মধ্যে। তবে সরাসরি ‘কাগজ দেখাব না’, না বলে, সাম্প্রতিক পরিস্থিতির বিরুদ্ধে ঘুরিয়ে প্রতিবাদ নয় তো? উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

১৭ জানুয়ারি, ২০২০

by Ramen Das

P.C : Facebook

155 views