করোনার জেরে গোটা পৃথিবী যখন বিপদগ্রস্ত,বিশ্বজুড়ে লকডাউনের আবহাওয়া। লকডাউন থাকাকালীন ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ এর ওপর।সামনে শবেবরাত,এই দিন কবরস্থানে থাকে মানুষের বিপুল ভিড়।তাই এই ভিড় এড়াতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মুসলিম বেরিয়াল বোর্ড।
এবছর শবেবরাতে রাজ্যের সমস্ত কবরস্থান বন্ধ থাকবে।এই কবরস্থান বন্ধের মূল উদ্দেশ্য হল, কোনো করোনা রোগীর সেই দিন ঐ স্থানে উপস্থিতির জন্য সংক্রমাতির সংখ্যা যাতে না বেড়ে যায়।প্রতি বছর এই দিন মৃত আত্মীয়-পরিজনদের কবরস্থানে প্রার্থনার সরগরম থাকে।সন্ধের পর বহু মানুষ মিলিত হয় জিয়ারতের জন্য।প্রতিবছর সব কবরস্থানে একই ছবি দেখা যায়। করোনা রোগের সংক্রমণের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাওয়াতে রাজ্য মুসলিম বেরিয়াল বোর্ড এই সিদ্ধান্ত নিলেন।এইবছর বাড়িতে বসে তাদের আত্মীয়ের জন্য প্রার্থনা করবেন।
কবরস্থান বন্ধের সিদ্ধান্তের বিষয়ে ইতিমধ্যে মেয়র ববি হাকিমকে চিঠি পাঠানো হয়েছে।প্রসঙ্গত,এই সিদ্ধান্তে কলকাতা সহ রাজ্যের সমস্ত কবরস্থানের গেট বন্ধ রাখার জন্য মুসলিম রাজ্য বেরিয়াল বোর্ড বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট – অর্পিতা বসু
কলকাতা চিত্র সূত্র – গুগল