‘লক্ ডাউন’ বাড়ছে ? এমন কোনও সিদ্ধান্ত আজকের সর্বদলীয় বৈঠকে না উঠলেও, আগামী শনিবার ফের মুখ্যমন্ত্রীদের এবং প্রধানমন্ত্রীর বৈঠকেই একপ্রকার সিদ্ধান্ত হতে পারে এই বিষয়ে! এমন সম্ভাবনার কথা চাউর হওয়ার মধ্যেই, পূর্ব নির্ধারিত সর্বদলীয় বৈঠক সম্পূর্ণ করলেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতাদের সঙ্গে, প্রাক্তন রাষ্ট্র প্রধানদের সঙ্গে ফোনালাপ, সোনিয়া গান্ধীর চিঠি, বিভিন্ন রাজ্যের লক্ ডাউন বাড়ানোর সুপারিশের পর, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত হলেন, দেশের প্রধান বিরোধী দলের সাংসদরা।
তৃনমূল কংগ্রেসের তরফে কেউ থাকবেন কিনা? তা নিয়ে ধোয়াশা থাকলেও, শেষমুহূর্তে তাদের তরফে যোগ দেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়। এই বৈঠকে, সামগ্রিক পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় আরও কী কী প্রয়োজন, সেই বিষয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে অনেক সাংসদ, সামগ্রিক পরিস্থিতিতে বর্তমানে ‘খামতি’র কথাও তুলে ধরেন। কী কী সমস্যা, সেগুলোও জানান অনেকেই। তবে সবাই-ই, একজোট হয়ে লড়ার বার্তাই মূলত দিয়েছেন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন, কংগ্রেসের গুলাম নবী আজাদ, শিবসেনার সঞ্জয় রাউথ, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, এনসিপি দলের প্রধান শারদ পাওয়ার, ডিএমকে এর তরফে টি.আর বালু, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান, বিএসপি দলের তরফে এস.সি মিশ্রা।
আগামী শনিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেই ‘লক্ ডাউনে’র বিষয়ে, চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা।
প্রসঙ্গত, এই পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,১৯৪ এবং ১৪৯ জনের মৃত্যুর খবর এসেছে।
নয়াদিল্লি
০৮.০৪.২০