প্রাতঃভ্রমণে গিয়ে অকস্মাৎ গাছ পড়ে মৃত্যু বছর সাতচল্লিশের এক ব্যাক্তির। ঘটনা নিউটাউনের তারুলিয়া কালীমন্দির সংলগ্ন এলাকার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগেই ছিল। সেইমত সোমবার বিকাল থেকে কলকাতা শহর এবং আরও বেশ কয়েকটি জেলায় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। মঙ্গলবার সকালেও ছিল একই পরিস্থিতি। কালো মেঘ, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। এরই মাঝে প্রতিদিনের অভ্যাস মতো প্রাতঃ ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল নিউটাউনের বাসিন্দা গগন মন্ডলের।
রাস্তা দিয়ে যাওয়ার সময় অকস্মাৎ একটি প্রমাণ মাপের নারকেল গাছ ঝড়ে উপড়ে যায় এবং তাঁর মাথায় পড়ে সেটি। পরে স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে লোকালয়ের একটি বেসিরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। নিউটাউন থানার পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় মানুষকে জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার আকস্মিকতায় গগন মন্ডলের বাড়ির লোক শোকস্তব্ধ এবং বিহ্বল।
রিপোর্ট- রূপসা ঘোষাল
এডিট-স্বাতী সেনাপতি