নেই নেই করে সত্যিই মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু। বাড়ছে আক্রান্ত দেশের সংখ্যা।
বর্তমানের্তমানে বিশ্বের ১৫৭টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। গতবছরের শেষের দিকে চিনে এই ভাইরাসের উৎপত্তি হয়।পরে চিন থেকে তা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এই মুহূর্তে চিনেই সবথেকে বেশি মৃত্যু হয়েছে।তার সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯৯ জন।
বিশ্বজুড়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬৪৯২ জনের।মোট আক্রান্তের সংখ্যা ১৬৮৮৬৬ জন। এরমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন ৭৬৫৯৮ জন। এছাড়া ৮৫৭৭৬ জনের চিকিৎসা চলছে।
তবে চিনে গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বিশেষভাবে কমেছে।এই মুহূর্তে চিনের পরিবর্তে ইউরোপ মহাদেশের অবস্থা সঙ্কটজনক।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমান পরিস্থিতি দেখে করোনা মহামারির কেন্দ্রবিন্দু বলে চিহ্নিত করেছেন। ইউরোপ মহাদেশের মধ্যে ইতালি,স্পেন,ফ্রান্স ও জার্মানির অবস্থা সবচেয়ে খারাপ।এই মহাদেশে এখনও পর্যন্ত ২০০০ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে চিনের পর ইতালিতেই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮০৯। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ২৪৭৪৭ জন। ফ্রান্সে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। ব্রিটেনে এই ভাইরাসের বলি ৩৫ জন। এছাড়াও স্পেনে মৃতের সংখ্যা ৯৬ জন।
এই ভাইরাসে সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে।দ্রুত এই সংক্রমণ নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
আদতে, যে ভাইরাসের প্রভাব থেকে বিশ্বের অনেক দেশ ভাবছিল, তাদের দেশে এটা যাবে না, বর্তমান এই পরিস্থিতিতে কিন্তু বাকি নেই তারাও। শঙ্কা তৈরি হয়েছে বাকি দেশগুলোর মধ্যেও। সমানে আশঙ্কায় দিন গুনছে তারা। তাহলে করোনা ভাইরাসের থাবা কি তাদের দেশেও? ঘুম উড়েছে বাকি বিশ্বের!
রিপোর্ট: রমা বসাক