নয়াদিল্লি: এই আবহের মধ্যেও খানিকটা স্বস্তির খবর দিল, দেশের শীর্ষ আদালত। করোনা অর্থাৎ কোভিড-১৯ পজিটিভ না নেগেটিভ, এই পরীক্ষা করতে আর লাগবে না টাকা! সরকারি, বেসরকারি সমস্ত পরীক্ষাগারেই এই পরীক্ষা করতে হবে বিনামূল্যে। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার একটি জনস্বার্থ মামলার রায়ের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ বলে জানা গিয়েছে, সর্বভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে।
প্রসঙ্গত, এখন থেকে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, বিশেষত পরীক্ষাগারে, উভয়কেই কোভিড-১৯, করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে, বিনামূল্যে। এই প্রসঙ্গে, শীর্ষ আদালত এটাও বলেন যে, সেই পরীক্ষা কেন্দ্রকে হতে হবে ‘এনএবিএল’ অনুমোদিত অথবা ‘আইসিএমআর’ কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা “হু”-র কোনো কেন্দ্র দ্বারা অনুমোদিত।
কিছুদিন আগেই, দেশের এক আইনজীবী কিছু বেসরকারি পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন যে, তারা এই কোভিড-১৯ পরীক্ষার জন্য ৪৫০০ টাকা অবধি নিচ্ছেন। যে মামলার পরিপ্রেক্ষিতেই, দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশ। বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত নজিরবিহীন। যে সিদ্ধান্ত দেশবাসীর এই আতঙ্কের চিত্রের মধ্যে অনেকটাই কাটবে এবং খানিকটা হলেও আশার আলো যোগাবে। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, দেশের এক অন্যতম জনপ্রিয় ইংরেজি বৈদ্যুতিন মাধ্যমের অভিযানের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া, এমনটাই দাবি করেছেন ওই মাধ্যেমে কর্মকর্তা।
০৯.০৪.২০২০
Reported by H.S
Edited by RD