সাউথ পয়েন্ট স্কুলের পর, কোভিড-১৯ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পঠন-পাঠন প্রায় বন্ধ করল খড়গপুর আইআইটি। আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হল সমগ্র পড়াশুনা, গবেষণা সম্পর্কিত কাজ। খড়গপুর আইআইটির তরফে ট্যুইট করে জানানো হয়, সমস্ত রকম সেমিনার, সমাবেশ, ওয়ার্কশপ, আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে, সকলকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সচেতন হতেও বলা হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের কোনও বিশ্ববিদ্যালয় এই প্রথম এমন সিদ্ধান্ত নিল। যার দরুণ, একপ্রকার বন্ধ হওয়ার জোগাড় হল কোনও নামী শিক্ষা প্রতিষ্ঠান।
এদিন, ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় কার্যকলাপ স্থগিতের পাশাপাশি, এই প্রতিষ্ঠানের অধিকর্তা ফেসবুক পোস্টে জানান, ‘যাঁরা প্রতিষ্ঠানের বাইরে আছেন তাঁরা এই কদিন বাড়িতে থাকুন, যাঁরা হোস্টেলে আছেন, তাঁরা বাইরে বেরোনো থেকে বিরত থাকুন। ক্যাম্পাসে প্রবেশ বেরোনো, নিরাপত্তা রক্ষীদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অনলাইনে ক্লাস, পরীক্ষাগারের কাজ চলবে … উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ১ মিটার দুরত্বে বসুন।’
ইতিমধ্যেই, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৮০! অনেকেই স্থিতিশীল হলেও, চিন্তা যাচ্ছে না সরকারের। পিছিয়েছে আইপিএল। ফাঁকা মাঠে হওয়ার সম্ভাবনা ফুটবলের। ভালো নেই বহু দেশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলারকেও রাখা হয়েছে, আইসোলেশনে। আক্রান্ত হলিউডের অভিনেতা টম হ্যাঙকস, তাঁর স্ত্রীও। এর থাবা বসেছে, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর গায়েও। কানাডার প্রধানমন্ত্রী রয়েছেন আইসোলেশনে। সবমিলিয়ে আতংকে গোটা বিশ্ব। যার আঁচ থেকে বাদ যাচ্ছে না, এদেশও।
১৩.০৩.২০২০
কলকাতা