‘করোনা ওহ্ না না,’ সচেতনতায় বিস্ময়কর গান গেয়ে বার্তা, বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর।

বেঙ্গালুরু: “হে হে হে ইডু ইডু আইটি লাইফ…ইডু নাম্মা কাথে, আইটি ইয়াভ্রা ভ্যাথে কেলিদ্রে আয়ও পাপ্পা আনসত্তে..!” অর্থাৎ “এটাই আইটি জীবন, আমাদের আইটি জীবনের কথা শুনলে আপনাদের চোখে জল আসবে।” – আইটি অর্থাৎ তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত কর্মীদের ব্যস্ত জীবনের কথা শুনে, অনেকের চোখই চিক চিক করে ওঠে। অনেকেই কষ্টে বিমর্ষ হয়ে ওঠেন। বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী ‘রশ্মি সর্ভী’ও ভেবেছিলেন নিজেদের কথা। মজার গান বেধে অনেক আগেই তাক লাগিয়ে দিয়েছিলেন। কন্নড় ভাষার ওই গানে মজেছিল দেশ! কিন্তু রশ্মিকে তাঁর বন্ধু, পরিচিতমহল ছাড়া স্বাভাবিভাবেই, খুব একটা কেউ চিনতেন না। আপনি-আমি, অনেকেই জানতাম না তাঁর নাম। তবে, তীব্র মহামারি-ময় করোনার দৌলতে, পৌষমাস হাজির রশ্মির! একটি গানেই বাজিমাৎ দক্ষিণী কন্যার! যা একটি দেশের গণ্ডি ছাড়িয়ে, গোটাবিশ্বকে অবাক করেছে। যার দরুণ, এক ক্লিকেই ভাইরাল তকমা নিয়ে নিয়েছেন রশ্মি। নেটিজেনরা বলছেন, ”করোনা নিয়ে এই গানে শুধু অসাধারণ সুর না, এই গানের কথাতেও তিনি রেখেছেন অভিনবত্ব।”

রশ্মি মূলত সঙ্গীতশিল্পী। ‘ধ্রূভ’ নামে একটি গ্রুপের সঙ্গে গান গান তিনি। লিড ভোকালিস্ট হিসেবে তাঁর পথ চলা। এদিকে বেঙ্গালুরুর বহুজাতিক একটি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরিও করেন তিনি। সফ্টওয়ার ইঞ্জিনিয়ার। ছোট্ট অঞ্চল টামকুর থেকে তাঁর বড় শহরে আসা। গানের সাধনায় ব্রতী হয়েও, পরিস্থিতি তাঁকে ঠেলে দিয়েছে এক অন্য জগতের দিকে। কিন্তু সবাই যেটা পারেন না, সেটা তিনি করেছেন। নিজের অতিব্যস্ত, জর্জরিত শিডিউল থেকেই সময় নিয়েই গেয়ে চলেছেন গান। অনুষ্ঠান করে চলেছেন অনবরত। এবার করোনা আতঙ্কের মধ্যেই, দুর্দান্ত কিছু কথার সমন্বয়ে গেয়ে ফেললেন এই করোনা সং। ভজন বা কীর্তন গান না, একেবারে শুদ্ধ ইংরেজি উচ্চারনে, ”করোনা ওহ্ না না,… উই গেট অবসেসড উইথ স্যানিটাইজার… মাস্ক হ্যাভ দা ফ্যাশন স্টেটমেন্ট, প্রিভেনটিভ মেজর!” মেলোডি করে ফেললেন তিনি।

শুধু এই গানই নয়, এই গানের কথাও মন টানবে আপনার। নিশ্চিত আপনাকে দেবে এক ভালো অনুভূতি। অনাবিল এক ভালোলাগা দিতে পারে রশ্মি সর্ভী’র সুর। একেবারে পাশ্চাত্যের ‘টোনে’ করোনার সতর্কতা দিচ্ছেন তিনি, সবটাই গানের মাধ্যমে। যেমন একজন ‘আইটি’কর্মীর জীবন দেখিয়েছিলেন গানেই, সেইরকম করোনা তাড়াতে, ভালো থাকতে কী কী করবেন, কী করবেন না, সবটাই বলে দিলেন এই গানেই। যা শুনতে নাকি এতটাই ভালো, বিশ্বজুড়ে শুনে নিয়েছেন হাজার হাজার মানুষ! এক নিমেষেই বিশ্বে নিজের পরিচিতি ছড়িয়ে পড়েছে রশ্মির। যিনি, নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন। ‘দি আইটি সং’য়ের (The IT Song) মালিক তিনি। শুনবেন নাকি এই গান? তাহলে ফেসবুকে গিয়ে সার্চ করুন @RASHMI SHAARVI আর চলে যান তাঁর প্রোফাইলে, শুনে নিন “করোনা ওহ্ না না,” গানে করোনা তাড়ানোর উপায়।

Special Report by : Ramen Das