করোনা আতঙ্কে রোগী ভর্তিই বন্ধ করল নামী হাসপাতাল। সাইপ্রাসের ঘটনায় তাজ্জব স্বাস্থ্যমহল!

কৈলাশে কেলেঙ্কারি না! এবার স্বাস্থ্যে কেলেঙ্কারি সাইপ্রাসে! বিশ্বের প্রথম কোনও হাসপাতাল করোনা আতংকে বন্ধ করল চিকিৎসাই। মধ্য প্রাচ্যের এই দেশের নামী হাসপাতাল, একজন চিকিৎসকের করোনা ভাইরাস ধরা পড়তেই, রোগী ভর্তিই বন্ধ করে দিল! সাইপ্রাসের বিখ্যাত নিকোসিয়া জেনারেল হাসপাতালেই ঘটল এমন কাণ্ড। স্রেফ আতঙ্কের জেরেই বন্ধ হল পরিষেবার একাংশ।—- আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনই খবর জানা গিয়েছে।

সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী কনস্টানিওস লোয়ান্নু। (File Picture from Reuters)

‘রয়টার্স’ তাদের ওই প্রতিবেদনে জানিয়েছে, ৬৪ বছরের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। যিনি খুব সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফিরেছেন। ওই সূত্র আরও জানাচ্ছে, এদিন ওই ‘সুখ্যাত’ হাসপাতালে বহির্বিভাগ ও অপারেশনের রোগী মিলিয়ে প্রায় ১৫০ রোগী আসেন। কিন্তু শুধু হৃদরোগ বিভাগ নয়, সবক্ষেত্রেই বন্ধ করে দেওয়া হয় সব রোগীভর্তি পরিষেবা।

নামী হাসপাতালের এই নজিরবিহীন সিদ্ধান্তে, অসন্তুষ্ট

নিকোস অ্যানেস্থেসিয়াদেসের সরকার। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রী কনস্টানিওস লোয়ান্নুও।

প্রসঙ্গত, বিশ্বে করোনা ভাইরাসকে কেন্দ্র করে প্রায় প্রথম ঘটল এইরকম ঘটনা। যা বিরল। যে ঘটনার পর, স্বাভাবিভাবেই অবাক গোটা বিশ্বের স্বাস্থ্য মহল। নিপা ভাইরাস, ইবোলা’র পর করোনা ভাইরাস যে কী পরিমাণে আতঙ্কের বিস্তার করেছে, তা ভেবেই অবাক ওই মহল।

প্রসঙ্গত, উত্তর সাইপ্রাসের অঞ্চলে, প্রথম করোনা ভাইরাসের খোঁজ মেলে এক মহিলা জার্মানি পর্যটকের শরীরে। তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, নিকোসার এক হাসপাতালে। তাঁর সঙ্গে থাকা বাকিদেরও পর্যক্ষণে রাখা হয়। যার জেরে, আপাতত, ২০০৩ সাল থেকে খোলা সেদেশের আভ্যন্তরীণ চেকপয়েন্ট গুলোও বন্ধ রাখা হয়েছে।

১০.০৩.২০২০

ছবি ও তথ্যসূত্র: রয়টার্স (Reuters)

&

Information Source: Michele Kambas in Athens and Daren Butler in Istanbul; Editing by Christopher Cushing and Philippa Fletcher, ‘Reuters’.

Khoborwala Tv Post by Ramen Das

Last Update: 9:30 P.M