নয়াদিল্লি: দেশজুড়ে করোনা আবহ এবং আতংকের মধ্যেও, মাঝে মাঝেই কিছু খবর আসে, স্বস্তির বাতাবরণ সৃষ্টি করে দেশবাসীর মনে। কখনও, রায়পুরের হাসপাতালে, ছোট্ট শিশুকে কোলে তুলে নিয়ে খাওয়াচ্ছেন নার্সরা। কখনও এই বাংলাতে, এক রোগীকে গাড়ি চালিয়ে, কয়েকশো কিলোমিটার দূরত্বে স্বয়ং চিকিৎসক পৌঁছে দিচ্ছেন বাড়িতে। হাজারো খারাপ খবরের মাঝেও এইরকম ভালো খবর পাওয়া যায় মাঝে মাঝে। এবার করোনা জর্জরিত দিল্লি থেকে এল এক স্বস্তির খবর।
সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লির এইমস হাসপাতালে ভর্তি থাকা করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তান প্রসব করেছেন। এমনকি, সমস্ত পর্যবেক্ষণের পরেও, মা করোনা আক্রান্ত হলেও ওই সদ্য জাত রয়েছে একেবারে সুস্থ। এমনটাই জানাচ্ছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। জানা গিয়েছে, ওই সন্তানসম্ভবা মহিলা গত সপ্তাহে করোনা পজিটিভ ধরা পড়েন। তাঁর স্বামী, দিল্লির এইমসের ফিজিওলজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক। যে চিকিৎসক অর্থাৎ তাঁর স্বামী, এবং ওই চিকিৎসকের ভাইয়ের শরীরেও ধরা পড়ে এই মারণ ভাইরাস। যদিও ওই মহিলা কিছুদিন আগেই আক্রান্ত হওয়ার পর, এপ্রিলের প্রথম সপ্তাহেই, তাঁর প্রসব করানোরও জরুরি প্রয়োজন হয়। ওই হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক নীরজা ভাটলার নেতৃত্বে জন্ম নেয় ওই শিশুটি। যে এখন ভালো আছে বলেই জানা গিয়েছে। যদিও এখনও তাকে পর্যবেক্ষণে রাখছেন।
যদিও, মা করোনা আক্রান্ত হলেও, সমস্ত হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় এবং নিয়মাবলী মেনে, সদ্যজাত শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর ক্ষেত্রে কোনও বাধা নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
১৭.০৪.২০২০
নয়াদিল্লি
Symbolic Picture
PNT