লকডাউনে সারা ভারতজুড়ে বন্ধ থাকলেও প্রয়োজনীয় কাঁচাসব্জি সহ খাদ্যসামগ্রীর দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কাজও করছেন ডেলিভারি বয়রা। এবার কোরোনা পজিটিভ পাওয়া গেল দিল্লির ১৯ বছরের এক পিৎজা ডেলিভারি বয়ের শরীরে ।এই যুবক যে যে বাড়িতে পিৎজা ডেলিভারি করেছে সেই প্রত্যেকটি পরিবারকে পাঠানো হয়েছে আইসোলেশনে।জানা গেছে মোট ৭২ টি পরিবারকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এই যুবক গত রবিবার অসুস্থ হওয়ার আগে দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের এক রেস্তোরাঁয় পিৎজা ডেলিভারি করেছিলেন।তিনি শুধুমাত্র পিৎজা দেওয়া ছাড়া আরও অনেকের সাথে ছিলেন।কার কার সাথে ছিলেন সেই ব্যাপারেও সনাক্তকরণ চলছে। অসুস্থ হওয়ার পূর্বে আরও ২০ জন যুবকের সংস্পর্শে এসেছেন ওই যুবক।আক্রান্তের কাছাকাছি থাকার কারণে এই ২০ জন ডেলিভারি কর্মচারীদের বাড়িতে আইসোলেটেড করে রাখা হয়েছে। এই ঘটনার জেরে দিল্লির অসংখ্য পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ঘটনার পর আর কোনো পরিবার ডেলিভারি নেবেন কিনা বেশ সংশয় আছে ডেলিভারি এজেন্সির।এই যুবক যে ডেলিভারি সংস্থায় কাজ করতেন সেটি সম্পূর্ণভাবে ১৪দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।সংস্থার মালিক জানিয়েছেন করোনা রুখতে যে যে নিয়মগুলি মানা দরকার তিনি সেই সব নিয়মগুলি মেনে সব ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে ভারতে কোরোনা পজিটিভ হয়েছে ১২,৩৮০ জনের,৪১৪ জনের মৃত্যু হয়েছে।ভারতে করোনার ত্রাসে দিল্লি দ্বিতীয় স্থানে,১৫৭৮ জন করোনা আক্রান্ত । দিল্লির এই ঘটনার পর বাকি হোম ডেলিভারি এজেন্টরা প্রত্যেক কর্মচারীদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা অবলম্বন করেছে। ১৬/০৪/২০২০ রিপোর্ট – অর্পিতা বসু চিত্র সূত্র -গুগল