করোনা আক্রান্ত ছিলেন, কিন্তু সুস্থ হয়েছেন, একাধিক এমন পরিবারের সঙ্গে দেখা করলেন মনোজ ভার্মা।

শনিবার, লকডাউনের চলাকালীন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা ঘুরে সরেজমিনে খতিয়ে দেখলাম বেশকিছু করোনা আক্রান্ত অঞ্চল। এদিন প্রথমেই নগরপালের কনভয় যায় রহড়া বাজার অঞ্চলে, সেখানে করোনা-জয় করে ফেলেছেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে নগরপাল শুভেচ্ছা বিনিময় করেন সুস্থ থাকার পরামর্শ দেন ওই ব্যক্তিকে।

এখান থেকে নগরপাল যান, ঘোলায়, ঘোলা অঞ্চলেকে সরজমিনে খতিয়ে দেখেন তিনি। এর পাশাপাশি ওই অঞ্চলের থানার আধিকারিককে, নিজের অঞ্চলের সাধারন মানুষের দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিতে দেখা যায় নগরপালকে।

এরপর দেখা যায়, মনোজ ভার্মার কোন গাড়ি পাড়ি দেয় আগরপাড়া মহাজাতি নগরে। এই অঞ্চলে করোনা আক্রান্তের মৃত্যু হয় বলে আগেই জানা যায়। পরিবারের সদস্যরা কোয়ারান্টিন থেকে বাড়িতে ফেরেন সদ্য। তাঁদের সঙ্গে শনিবার কথা বলেন মনোজ ভার্মা।

এই প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান জানান, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়েছেন অনেকেই। রেড-জোন থেকে অরেঞ্জ-জোনে পরিণত হয়েছে কিছু এলাকা। তাঁর কথায়, অনেক অঞ্চলে সাধারণ জনতা বুঝতে পেরেছেন করোনার ভয়াবহতা। তাঁর দাবি, প্রশাসনের সঙ্গে তাই ভালো সহযোগিতা করছেন সমস্ত সাধারণ জনতা।

______________________________

০৩.০৫.২০২০
ব্যারাকপুর
উত্তর ২৪ পরগণা