করোনায় মৃতের সংখ্যা নিয়ে রাজ্যের দেওয়া রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

করোনার তথ্য গোপন ও পরিকাঠামোর অভাব নিয়ে মামলায় রাজ্যের দেওয়া তথ্যে সন্তুষ্ট হল না আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে করোনায় রাজ্যের পরিস্থিতি পরিসংখ্যান দিয়ে উল্লেখ করে একটি রিপোর্ট দেয় সরকার। কিন্তু আদালত জানিয়েছে, রিপোর্টে তথ্য আরও সুনির্দিষ্ট হতে হবে। শুক্রবার ফের আদালত এই মামলা শুনবে। প্রসঙ্গত, করোনায় মৃতের সংখ্যা ও পরীক্ষার হিসাব রাজ্য সঠিকভাবে দিচ্ছে না, এই মর্মে সম্প্রতি হাইকোর্টে মামলা করেন ফুয়াদ হালিম। তাঁর হয়ে মামলাটি লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, রাজ্যে করোনায় কত জনের মৃত্যু হয়েছে, তার সরকারি হিসাব ঠিক নয়। এছাড়াও করোনা পরীক্ষা কতজনের করা হয়েছে, সেই হিসাবেও গরমিল রয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। রিপোর্ট পেশ করে রাজ্য। কিন্তু সেই রিপোর্টের তথ্য দেখে সন্তুষ্ট হয়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত রাজ্যকে আইসিএমআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে কাজ করার পরামর্শ দেয়। পাশাপাশি পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও তথ্য দিয়ে আবারও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি। প্রসঙ্গত সিপিএম নেতা ফুয়াদ হালিম করোনা আক্রান্তের ক্ষেত্রে, রাজ্যের তথ্যের বিরোধিতা করে হাইকোর্টে মামলা করেন । তাঁর মতে, এই তথ্য সঠিক নয়। এমনকি তিনি অভিযোগ করেছেন, আইসিএমআরের গাইডলাইন মানছে না রাজ্য। এই মামলার পক্ষে ভিডিও কলে রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা লড়ছেন। এই মামলারই শুনানি ছিল এদিন। কলকাতা ১৬/০৪/২০২০ রিপোর্ট -রূপসা ঘোষাল File Picture- Tweeter