২১ দিন লকডাউন! কখনও ‘পিএম রিলিফ ফান্ডে’ টাকা দান, কখনওবা ‘সিএম রিলিফ ফান্ডে’ টাকা দানের নজির গড়েছেন অনেকেই, এরকম দুর্দিনে অনেক স্বেচ্ছাসেবী সংস্থারাও এগিয়ে এসেছেন।
কিন্তু, ঠিক এই সময়েই, ‘থ্যালাসেমিয়া সহায়ক কেন্দ্র’ নামক একটি সংস্থা উদ্যোগ নিয়ে এগিয়ে আসল ফের। রবিবার থেকে তাঁরা এই কাজ শুরু করেছেন। প্রধানত, পৌরসভা এলাকার ১ ও ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাঁরা।
সমস্যাগ্রস্থ কিছু মানুষের হাতে, ৪ কেজি চাল, ২ কেজি মুড়ি ,২ কেজি আলু সব বিভিন্ন জিনিস তুলে দেন! এই প্রসঙ্গে, এই সংস্থার প্রধান সমাজসেবি সুবল মণ্ডল জানান, “এই ধরনের উদ্যোগ নিয়ে, সাধারণ মানুষের পাশে থাকার ইচ্ছা পূরণ হলো।এই অসময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব শান্তি পেলাম।”
সংস্থার সদস্য, সুহৃদ মণ্ডল জানান, ”এরকম কাজ আগামী দিনেও চালু থাকবে। ১৫ জন যুবক ও কিছু প্রবীণ মানুষের এই সংস্থার কাজে বহু সাধারণ মানুষও সাহায্য করেছেন বলে জানান তাঁরা।
রিপোর্ট: শিল্পা চ্যাটার্জী
০৮.০৪.২০২০
দক্ষিণ ২৪ পরগনা,জয়নগর
এডিটেড