বর্তমানে করোনার কবলে গোটা দেশ। লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। প্রতিদিনই মিলছে নতুন আক্রান্তের খবর। সব মিলিয়ে পরিস্থিতি গম্ভীর হলেও আশার আলো দেখাচ্ছে বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রোশাসিত অঞ্চল।
এর আগে করোনামুক্ত হয়েছে মনিপুর। মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের। এপ্রসঙ্গে মণিপুরের স্বাস্থ্যমন্ত্রী শ্রী এল. জয়ন্তকুমার সিং এর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সফল ভাবে লকডাউন, সামাজিক দূরত্ব এবং সরকারের নির্দেশিকা মেনেই আজ করোনামুক্ত মনিপুর। সেইসঙ্গে তিনি গোটা দেশবাসীকে একযোগে লড়াই করার কথাও বলেন।
এই লড়াইয়ে গোয়ার ভূমিকা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। গোয়ার মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রশাসনিক দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করেছেন তাই নয়, নিজে একজন ডাক্তার হওয়ার সুবাদে ‘সেবাই পরম ধর্ম’ এই আপ্তবাক্যটিকে সম্বল করে নিজেই হাত লাগিয়েছেন রুগীর সেবায়।
অতি সম্প্রতি তাঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে তিনি নিজে চিকিৎসা করছেন। এই উদ্যোগ একজন মুখ্যমন্ত্রী তথা মানুষ হিসেবে অবশ্যই প্রশংসার দাবি রাখে।
প্রসঙ্গত অতি সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার করা সমীক্ষায় দেখা যাচ্ছে করোনা লড়াইয়ে প্রায় ৯৩ শতাংশ মানুষ মোদী সরকারের উপর আস্থা রেখেছে। এই ৪টি রাজ্যই বিজেপি শাসিত হওয়ায় করোনা মোকাবিলায় এই সাফল্য পরোক্ষে বিজেপি তথা মোদীর হাতকেই শক্ত করছে বলে মত বিশেষজ্ঞ মহলের।
শুধু এই ৬টি রাজ্যই নয় সিকিম, নাগাল্যান্ড, দমন ডিউ, দাদার ও নগর হাভেলি সহ লাক্ষাদ্বীপে কোনো করোনা আক্রান্তের হদিশ মেলেনি। সব মিলিয়ে অন্ধকারেও আশার আলো দেখছে দেশ। ভরসা পাচ্ছে লড়াই করে করোনামুক্ত হওয়ার। স্বপ্ন দেখছে নতুন ভাবে বেঁচে ওঠার।
Report- Swati Senapati
24.04.2020