কথা শুনুন, ঘরে থেকেই আলো জ্বালান, বলছেন বিজেপি নেতারাও।

সমালোচনা আছে থাকবেই। কিন্তু, দেখা গিয়েছে, আগেও শব্দের মাধ্যমে সম্মান প্রদর্শন সফলতার পরেও, আরও একাত্ম হয়েছে দেশবাসী। এমনই মনে হয় আমাদের। এবারও তাঁর অন্যথা ঘটবে না। ইতিমধ্যেই, ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই সমর্থন জানিয়েছেন এই উদ্যোগ। করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনের এই থেকে লড়ে যাওয়াদের সম্মান জানানোর এই ভাবনাকে কুর্ণিশ করেছেন তাঁরা।

আমরাও চাই এই সম্মান প্রদর্শন সঠিকভাবে পালিত হোক দেশজুড়ে। সকলেই আলো জ্বালান ঘরে থেকেই। রাস্তায় না বেরিয়ে, আলোকের শক্তি প্রকাশিত হোক, বাড়ির ব্যালকনি, অথবা উঠোন, বারান্দা থেকে। সম্মান প্রদর্শন করা হোক, তাঁদের, যাঁদের অবিরাম লড়াই আমাদের ভালো থাকতে সাহায্য করছে, দেশের ভালো থাকাকে। তাঁদের ছাড়া আমরা কেউ কিছু নই।

কিন্তু একজন বিজেপি সমর্থক হয়েও বলছি। কিছু বিষয় নিয়ে বিতর্ক আসছে। প্রসঙ্গত, আজ সারা দেশের মানুষের কাছে এখনও একটিই প্রশ্ন আসছে,

মাননীয় প্রধানমন্ত্রী কেন আরও কিছু স্পষ্ট করলেন না! আসলে, আলো শক্তির উৎস একথা আমরা সকলেই জানি। তাই, ভারতবর্ষের আশি শতাংশ মানুষও যদি আমরা একসাথে আলোক প্রজ্জ্বলন করি, ভাবতে পারেন ভারতবর্ষে কি বাতাবরণ তৈরি হবে! সমস্ত রাজনীতির উর্ধ্বে উঠেই একবার ভেবে দেখুন তো! আমরা এত মানুষ একসাথে দীপাবলিতেও এত আলোক প্রজ্জ্বলন করিনা!

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আহ্বান, তা পরিস্থিতিতে খুব খারাপ কী? যেমন ধরুন, ভারতবর্ষ বিশ্বের মধ্যে এমন একটি দেশ যে কিনা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাবে সংস্কৃতি প্রবণ মানসিকতায়। যা বিশ্বের কাছেই, নিশ্চিত তুলে ধরবে আমাদের ঐতিহ্যের কথা। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি। পাশাপাশি, এই আলো উদ্ভাসিত হোক তাদের জন্য, যাঁরা,অন্ধকার থেকে পৃথিবীতে নিঃশব্দে লড়াই করছে, প্রতিনিয়ত একবিন্দু আলোর জন্য।

আজ আমরা বহুমানুষ, ফেসবুকে বিভিন্নভাবে, চার লাইনের সৃজনশীল কারুকার্যযুক্ত উক্তি এবং তার ক্যাপশন এর মধ্য দিয়ে হয়তো দেশের অনেক মানুষের আকাঙ্ক্ষিত উত্তরের খোরাক পূরণ করতে পারছি। কেউ ঝড় তুলছেন বিরোধিতার। কিন্তু ভেবে দেখুন, এই উদ্যোগ এই ভাবনার মাহাত্ম্যের কথা।

তাই, খেয়াল করে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এঁর বলা আহ্বানে আজ সারা দিচ্ছেন প্রায় সকলেই। আমরাও বলছি সাড়া দিন। পাশে দাঁড়ান, কিন্তু অবশ্যই ঘরে থেকে, দয়া করে নিয়মভঙ্গ করে না।

____________________________________

_____________________________________

লেখা: সৌরভ মজুমদার,

গবেষক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

_______________________________________

*** সম্পূর্ণ মতামত লেখকের ব্যক্তিগত।

#পাঠকের_কলমে

০৫.০৪.২০২০

কলকাতা