ওষুধ,খাবার দিয়ে সাহায্যের হাত বাড়াল ‘মুক্তি’। রামকৃষ্ণ মিশনের শাখা খুলল স্বাস্থ্যকর্মীদের রাখতে।

রক্তদান শিবির থেকে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সহ নামখানা থেকে বারুইপুর পর্যন্ত গরীব মানুষদের শীতে কম্বল বর্ষায় ছাতা, খাবার ও বস্ত্রসামগ্রী দিয়ে পাশে থাকা, বিভিন্নভাবে দায়িত্ব পালন করে দক্ষিণ ২৪ পরগণার একটি সমাজসেবী সংগঠন।

এবার তারা কোভিড-১৯ এর ভয়ঙ্কর ত্রাসে মানুষ যাতে মানুষ দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে পারে তারই প্রয়াস গড়ে তুললেন। খাবার তুলে দেওয়া হয়েছে সেই সব দুঃস্থ অসহায়দের মানুষদের কাছে যাঁরা সত্যিই খেতে পাচ্ছেন না। গতকাল অর্থাৎ ৪ মে জয়নগর এর ১৪ টি ওয়ার্ড সহ দক্ষিণ বারাসত এবং লক্ষ্মীকান্ত পুর এর মানুষের কাছে সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত তারা ত্রাণ বিতরন করেন মোট ১৬২ টি পরিবারের হাতে।

সংস্থার কর্নধার শুভেন্দু সরকার ‘খবরওয়ালা টিভি’কে জানান, ” সমস্ত সদস্যরা অল্প বিস্তর সাহায্য দিয়ে একটি ফান্ড গঠন করেন কোভিড-১৯ এর জন্য। বহুদিন যাবত খবর পাচ্ছিলাম, যে অনেকে আছে খেতে পাচ্ছেন না তাই তাঁদের জন্য এইরকম সিদ্ধান্ত।” বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করা হয় ওই পরিবারের জন্য।

এছাড়া, তিনি আরও জানান, “কিছুদিন আগে আমরা একটি হোম ডেলিভারি সিস্টেম চালু করেছিলাম, কিন্তু তাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে অসুবিধা হচ্ছে বলে বন্ধ করেছি! তবে ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি।” এ ব্যাপারে জয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সহায়তা করেছেন বলে জানিয়েছেন ওই সংগঠনের কর্নধার শুভেন্দু সরকার। তিনি আশ্বস্ত করেছেন তাদের পরবর্তী কাজ ও খুব শ্রীঘই করবেন কারণ তাদের কাছে আরো ৬০ টি দুঃস্থ মানুষের নাম জমা পড়েছে।

এছাড়াও, ফের মানবতার নজির স্থাপন করল, বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থানীয় শাখা। করোনা মোকাবিলায় ময়দানে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্বার খুলে দিল রামকৃষ্ণ মঠ ও মিশন। ডাক্তাররা ভগবান স্বরূপ সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন যাতে সবাই সুস্থ থাকে। তাই সেই মানুষরা যাতে সুঠাম দেহে সুস্থ ভাবে এই কাজ করে, তাই চেষ্টা বলে অভিমত তাঁদের।

জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা।

রিপোর্ট: শিল্পা চ্যাটার্জী
০৫.০৫.২০২০