গৃহহীন ও নিঃস্বদের সাহায্যে জন্য বিগত কয়েক বছর ধরে কেরালায় কাজ করে আসছেন এস মুরুকান প্রতিষ্ঠিত এক সংস্থা। এবার মুরুকান, কেরালা পুলিশদের অতিরিক্ত সহায়তা পাচ্ছেন, যা দরিদ্র ও মানসিক রোগে আক্রান্ত মানুষদের পুনর্বাসনে ভূমিকা রাখছে। সংস্থার তরফে, যে সকল মানুষকে রাস্তায় বেহাল অবস্থায় দেখা যায়, তাঁদের একটি থানায় নিয়ে যাওয়া হয়, তাঁদের চুল কাটা এবং স্নান করানোর পরে তাদের নিদিষ্ট পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
এএনআই সূত্রে জানা গিয়েছে, এস মুরুকান প্রতিষ্ঠিত থেরুভরাম এনজিওর সঙ্গে সমন্বয় করে পুলিশ দেশব্যাপী লকডাউন কার্যকর হওয়ার পর থেকে কেরালা রাজ্য জুড়ে ৮২০ জনকে উদ্ধার করেছে। মুরুকান বলেছিলেন, আর্থিক সহায়তার কথা উঠলে তিনি খুব সামান্যই সহায়তা পাচ্ছেন এবং করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য যে নিষেধাজ্ঞাগুলি রাখা হয়েছে তার মধ্যে পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করতে অসুবিধা হচ্ছে।
আলাপুজ্জায় এস মুরুকান পরিচালিত এনজিও নিঃস্ব ও মানসিক রোগে আক্রান্তদের জন্য। এস মুরুকান (সাদা টি-শার্টে) বলেছেন, “আমি একজন অটো চালক। আমি থেরুভরাম এনজিও পরিচালনা করি। যেখানে আমরা পুনর্বাসনে অসহায়দের সহায়তা করি। কেরালার পুলিশের সহায়তায় লকডাউনের সময় আমরা ৮২০ জন মানুষকে উদ্ধার করেছি।”
এবিষয়ে মাদারিকুলামের সার্কেল ইন্সপেক্টর, মিধুন এএনআইকে বলেছেন, তারা মুরুকানকে নিঃস্বদের পুনর্বাসনে সহায়তা করছেন। এটি একটি দুর্দান্ত উদ্যোগ। এলাকা টহলদারি চলাকালীন এমন অনেক লোকের মুখোমুখি হন তারা। তাদের খাবার, পরিচ্ছন্ন পোশাক পরিধান করানো হয় এবং তারপরে তারা থেরুভরাম পরিচালিত পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।
০৫.০৫.২০২০